‘দলে স্বেচ্ছাচারিতা করছেন অধীর’, কড়া চিঠি দিয়ে পদত্যাগ সোমেন-পুত্রের

Rohan Mitra: বেশ কিছু দিন ধরেই রোহন মিত্র অধীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে সরব হচ্ছিলেন।

'দলে স্বেচ্ছাচারিতা করছেন অধীর', কড়া চিঠি দিয়ে পদত্যাগ সোমেন-পুত্রের
গ্রাফিক্স- অভিজিৎ বিশ্বাস
Follow Us:
| Edited By: | Updated on: Jul 14, 2021 | 12:59 PM

কলকাতা: প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিলেন প্রয়াত সাংসদ সোমেন মিত্রর (Somen Mitra) ছেলে রোহন মিত্র (Rohan Mitra)। উল্লেখ্য, বুধবারই প্রদেশ কংগ্রেস নেতাদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। তার আগেই পদত্যাগপত্র পাঠিয়েছেন রোহন।

বেশ কিছু দিন ধরেই রোহন মিত্র অধীর চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন বিষয় নিয়ে সরব হচ্ছিলেন। দল পরিচালনা নিয়ে তিনি প্রশ্ন তুলছিলেন। আজ, বুধবার সকালেও তিনি যে চিঠি পাঠিয়েছেন, সেখানে  সেই বিষয়গুলি উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, যেভাবে দল পরিচালনা করা হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। বিভিন্ন জায়গাতে তাঁকে অপমান করা হয়েছে বলেও অভিযোগ রোহন মিত্রের। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থাকাকালীন অধীর তাঁর প্রথম ও দ্বিতীয় কার্যকালে কী কী বিষয়ে রোহনকে ‘অপমান’ করেছেন, তার ব্যাখ্যা রয়েছে চিঠিতে।

পাশাপাশি আইএসএফের সঙ্গে জোটের ক্ষেত্রে অধীর চৌধুরী ও প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নানের যে ভূমিকা রয়েছে, তারও কটাক্ষ করেছেন রোহন। বিভিন্ন বিষয় নিয়ে একাধিকবার দরবার করা সত্ত্বেও , প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কেন তাঁর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেন নি, সেই প্রশ্ন চিঠিতে তুলেছেন রোহন মিত্র। বাবা সোমেন প্রদেশ কংগ্রেস সভাপতি থাকা সত্ত্বেও যুব কংগ্রেসের নির্বাচনে তাঁকে কী ভাবে হারানো হয়েছিল, তা নিয়েও সরব হন তিনি।

এই পরিস্থিতিতে কোনও পদে থেকে এই দলের হয়ে কাজ করা তাঁর পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে বলে চিঠিতে উল্লেখ করেন রোহন। অধীর চৌধুরীর সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি আগ্রহ খুঁজে পাচ্ছেন না বলেও উল্লেখ করেন। তবে পদ ছাড়লেও দল তিনি ছাড়ছেন না বলে স্পষ্ট করেছেন তিনি। তিনি বলেন, ‘‘আমি সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বাধীন কমিটি থেকে ইস্তফা দিয়েছি। কিন্তু দল ছাড়িনি।”

তবে চিঠিতে রোহন উল্লেখ করেছেন, এই মুহূর্তে প্রদেশ কংগ্রেসের সেরা নেতৃত্ব অধীর চৌধুরী। তবে দলে যেভাবে স্বৈরাচারি মনোভাব নিয়ে তিনি চলছেন, তা ঠিক নয় বলে উল্লেখ করেছেন রোহন। আর সেই কারণেই তাঁর এই পদত্যাগের সিদ্ধান্ত। উল্লেখ্য, লোকসভায় বিরোধী দলনেতার পদ হারাতে পারেন অধীর রঞ্জন চৌধুরী। জাতীয় স্তরে এই জল্পনা তুঙ্গে। নাম উঠে আসছে শশী থরুর, গৌরব গগৈদের। এই আবহে রোহন মিত্রের পদত্যাগ কি অধীর চৌধুরীকে আরও চাপে ফেলতে রাজনৈতিক কৌশল? উঠছে এই প্রশ্নও। আরও পড়ুন: ‘লম্বা ছুটি কাটাতে যাচ্ছি’, কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে কীসের ইঙ্গিত দিলেন দিলীপ?