AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘ভাল করে দেখুন, আইনজীবীরা কারা, বিচারপতির চেয়ারে কে?’ OBC নিয়ে বিস্ফোরক কুণাল

Kunal Ghosh: এরপর নাম না করে এক বিচারপতিকে আক্রমণ করে কুণাল বলেন, "বিচারপতি বারবার এমন রায় দেবেন যাতে বিরোধীদের বা বিজেপি দলনেতার রাজনীতির রসদ তৈরি হয়, তারপর তাঁরা লাড্ডু বিতরণ করবেন, তখন তো দু'য়ে-দুয়ে চার করতেই হয়।"

Kunal Ghosh: 'ভাল করে দেখুন, আইনজীবীরা কারা, বিচারপতির চেয়ারে কে?' OBC নিয়ে বিস্ফোরক কুণাল
কুণাল ঘোষ, তৃণমূল নেতা Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jun 18, 2025 | 4:22 PM
Share

কলকাতা: ফের বিচার ব্যবস্থার একাংশকে নিশানা করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, কয়েকজন বিচারপতির জন্য বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে এমনই মন্তব্য তৃণমূল নেতার।

বস্তুত,মঙ্গলবার OBC মামলায় রাজ্য হাইকোর্টে ধাক্কা খায়। সেই ‘খুশিতে’ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার বাইরে মিষ্টি বিতরণ করেন। বুধবার এই নিয়েই মন্তব্য করেন কুণাল ঘোষ।

প্রথমে ওবিসি ইস্যু নিয়ে বলতে গিয়ে কুণাল বলেন, “বিজেপি হল ওবিসি বিরোধী দল।” এরপর তৃণমূল নেতা আরও বলেন, “যেটা দেখার বিষয়, বিজেপি-সিপিএম-কংগ্রেস বিরোধীরা…ছাব্বিশ হাজারের সকলের চাকরি খেতে হবে। মুখ্যমন্ত্রী আইনি স্বস্তি দিচ্ছেন গ্রুপ সি-গ্রুপ ডি-দের। আর ওরা বলছে, না এটা চলবে না। গোটা প্য়ানেল বাতিল করতে হবে। পৈশাচিক বিবৃতি সকলের চাকরি খাব, যাঁদের লক্ষ মানুষের ক্ষতি করা।”

এরপরই তৃণমূল নেতা হাত তুলে বলেন, “আমি বিচার ব্যবস্থা নিয়ে কথা বলতে চাই না। কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি পূর্ণ আস্থা আছে।” কুণাল তারপর দুয়ে-দুয়ে চার করে বলেন, “ভাল করে দেখেন OBC-তে কারা ছিলেন আইনজীবী? আর বিচারপতির চেয়ারে কে ছিলেন? সেই একই কম্বিনেশন কিন্তু….চাকরি খাব-চাকরি হতে দেব না। সেই একই রায়দাতা আসছেন বিরোধী দলনেতা শুভেন্দুকে প্রোটেকশন দিতে।” এরপর একাংশ বিচারপতিকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, “মনে রাখবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পর্যন্ত বলেছেন, কোনও-কোনও বিচারপতি যখন অবসরের পর কিছু কিছু কাজ করেন তখন বিচার সম্পর্কে প্রশ্ন উঠে যায়। আমরা তো দেখেছি এক সময় যিনি এত বড় বড় কথা বলেছিলেন এখন তিনি বিজেপির সাংসদ। এর পিছনে যে ওবিসিদের ক্ষতি করে অস্থিরতা তৈরি করব…।”

এরপর নাম না করে এক বিচারপতিকে আক্রমণ করে কুণাল বলেন, “বিচারপতি বারবার এমন রায় দেবেন যাতে বিরোধীদের বা বিজেপি দলনেতার রাজনীতির রসদ তৈরি হয়, তারপর তাঁরা লাড্ডু বিতরণ করবেন, তখন তো দু’য়ে-দুয়ে চার করতেই হয়।” উল্লেখ্য, বিচারপতিদের আক্রমণ নতুন নয়। বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগে কুণাল ঘোষ-সহ আরও ৭ জনের বিরুদ্ধে রুল জারি করেছে আদালত। কুণাল হাজিরাও দিয়ে এসেছেন। এবার এরই মধ্যে ফের বিচার ব্যবস্থার একাংশকে নিশানা তৃণমূল নেতার।