Kunal Ghosh: বাঁশের ওপরে মমতা, ছবি পোস্ট করে কুণালের কোনও কৌশলী বার্তা?

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jan 23, 2025 | 4:32 PM

Kunal Ghosh: বৃহস্পতিবার সভার একটি ছবি সামনে আসে, যেখানে দেখা যায়, বাঁশ দিয়ে তৈরি রেলিং-এর উপর উঠে দাঁড়িয়ে জনতার সঙ্গে হাত মেলাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

Kunal Ghosh: বাঁশের ওপরে মমতা, ছবি পোস্ট করে কুণালের কোনও কৌশলী বার্তা?

Follow Us

কলকাতা: জনসভায় দাঁড়িয়ে দীর্ঘ বক্তৃতা দেওয়া কিংবা মিছিলে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে যাওয়া- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে এমনভাবে দেখতে অভ্যস্ত বাংলার মানুষ। বয়স বাড়লেও তাঁর সক্রিয়তা কমেনি এতটুকুও। তিনি যে স্বাস্থ্য সচেতন, এ কথা তিনি নিজে মুখেই বলেছেন একাধিকবার। এমনকী সভায় গিয়ে অন্যদের ‘ফিটনেস টিপস’ দিতেও দেখা গিয়েছে তাঁকে। বৃহস্পতিবারের সভার ছবি পোস্ট করে হঠাৎ মমতার ফিটনেস নিয়ে চর্চা চাইছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

উত্তরবঙ্গ সফরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। একের পর এক সভা করছেন। বৃহস্পতিবার সেই সভার একটি ছবি সামনে আসে, যেখানে দেখা যায়, বাঁশ দিয়ে তৈরি রেলিং-এর উপর উঠে দাঁড়িয়ে জনতার সঙ্গে হাত মেলাচ্ছেন তৃণমূল সুপ্রিমো। আলিপুরদুয়ারের হাসিমারায় সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রীর সেই ছবিই নিজের প্রোফাইলে পোস্ট করেছেন কুণাল ঘোষ।

কুণালের বক্তব্য, মমতার রাজনৈতিক বা প্রশাসনিক বিষয় নিয়ে তো আলোচনা হবেই, তবে তাঁর ফিটনেস রহস্য নিয়ে আলাদা প্রতিবেদন জরুরি হয়ে পড়ছে বলে মনে করেন তিনি। তাঁর এই নতুন পোস্ট ঘিরে বেড়েছে জল্পনা। প্রবীণ নেতাদের হাড়ের জোর যে কমেনি, সে কথাই কি বোঝাতে চাইলেন কুণাল?

সম্প্রতি কুণালের একাধিক বক্তব্যে প্রকট হয়েছে, অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করতে চাইছেন তিনি। এই অভিষেক একসময় বলেছিলেন বয়স বাড়লে সক্রিয়তা কমে। তাই রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, মমতার ছবি দেখিয়ে কুণাল কি তাঁর সক্রিয়তা বোঝাতে চাইলেন? তাই কি মুখ্যমন্ত্রীর ফিটনেসের প্রসংশা?

Next Article