AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal Ghosh: ‘ভাল করে পুজো দেবেন… অ্যাক্ট অব গড’, কুণাল বললেন, ‘মওসম বিগড় চুকা হ্যায়’

এদিন অডিয়ো বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, "আজ আবহাওয়ার জন্য যেতে পারিনি। কিন্তু আমি আবার আসব। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব। সেই সঙ্গে কিছুটা কটাক্ষের সুরে মোদী বলেন, আমি সেই সব রাজনীতিকদের মধ্যে পড়ি না, যারা আবহাওয়ার জন্য বাধা এলে, তা নিয়েও রাজনীতি করবেন। অতীতে এমন অনেক সময় হয়েছে।"

Kunal Ghosh: 'ভাল করে পুজো দেবেন... অ্যাক্ট অব গড', কুণাল বললেন, 'মওসম বিগড় চুকা হ্যায়'
Image Credit: TV9 Bangla
| Updated on: Dec 20, 2025 | 7:37 PM
Share

কলকাতা: কুয়াশার কারণে রানাঘাটের তাহেরপুরে নামতে পারল না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টার। সভার সব প্রস্তুতি থাকলেও সভামঞ্চে ওঠা হয়নি প্রধানমন্ত্রীর। কলকাতায় ফিরে এসে অডিয়ো বার্তা দেন তিনি। বক্তব্যের শেষে বলেছেন, ‘আবার আসব।’ কুয়াশার কারণে এই পরিস্থিতি তৈরি হলেও তৃণমূল এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না।

এদিন অডিয়ো বার্তার শেষে প্রধানমন্ত্রী বলেন, “আজ আবহাওয়ার জন্য যেতে পারিনি। কিন্তু আমি আবার আসব। আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলব। সেই সঙ্গে কিছুটা কটাক্ষের সুরে মোদী বলেন, আমি সেই সব রাজনীতিকদের মধ্যে পড়ি না, যারা আবহাওয়ার জন্য বাধা এলে, তা নিয়েও রাজনীতি করবেন। অতীতে এমন অনেক সময় হয়েছে।”

এরপরই মুখ খোলে তৃণমূল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “ভাল করে পুজো দেবেন। প্রথম যাত্রাতেই এটা হল, অ্যাক্ট অব গড। কাল অবধি তো আকাশ পরিষ্কারই ছিল। সূর্যের আলো ছিল। মেঘহীন আকাশ ছিল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে প্রথম সভা। সেখানেই এটা হল। অভিষেক বন্দ্যোপাধ্যায় কয়েকদিন আগে সংসদে বলেছিলেন, মওসম আভি বিগড়নেওয়ালা হ্যায়, সিটবেল্ট বাঁধ লিজিয়ে। বিজেপির জন্য বাংলার মওসল অলরেডি বিগড় চুকা হ্যায়।” কুণালের আরও প্রশ্ন, সেনা হেলিকপ্টার কি এতই দুর্বল যে এইটুকু কুয়াশায় নামতে পারল না!

তবে বিজেপি নেতৃত্ব স্পষ্ট করে দিয়েছে যে কুয়াশার কারণেই এদিন অবতরণ করতে পারেনি প্রধানমন্ত্রীর কপ্টার।