Dengue in Kolkata: বিধাননগরে ডেঙ্গির বলি মহিলা, এলাকায় যত্রতত্র ময়লা পড়ে থাকার অভিযোগ

Dengue in Bidhannagar: শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করেছিল। শেষে ৩৫ হাজারে নেমে এসেছিল প্লেটলেট। সেই সময় শরীরে অতিরিক্ত প্লেটলেট প্রয়োগও করা হয়। কিন্তু কোনও কাজে দেয়নি।

Dengue in Kolkata: বিধাননগরে ডেঙ্গির বলি মহিলা, এলাকায় যত্রতত্র ময়লা পড়ে থাকার অভিযোগ
ক্রমেই খারাপ হচ্ছে রাজ্যের ডেঙ্গু পরিস্থিতি। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 10:36 PM

কলকাতা: ডেঙ্গি প্রকোপ বাড়তে শুরু করেছে রাজ্যে। আজ রাজ্যে ডেঙ্গির বলি হলেন আরও একজন। বিধাননগর পৌরনিগমের ১৬ নম্বর ওয়ার্ড বাগুইহাটি গৌতম পাড়ার বাসিন্দা শতাব্দী সাহা নামে এক গৃহবধু ডেঙ্গি আক্রান্ত হয়ে আজ মারা যান।

পরিবার সূত্রে খবর, ৪ নভেম্বর থেকে প্রবল জ্বরে ভুগছিলেন শতাব্দী দেবী। বেশি দেরি না করে রক্তের নমুনা পরীক্ষা করা হয় তাঁর। ৫ নভেম্বর সেই রিপোর্টে ডেঙ্গির সংক্রমণ ধরা পড়ে। ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ভরতি ছিলেন তিনি। সেখানেই শতাব্দী সাহার চিকিৎসা চলছিল।

এদিকে তাঁর রক্তে প্লেটলেটের সংখ্যা ক্রমেই কমে আসছিল। প্রত্যেকবার প্লেটলেট পরীক্ষা করতেই দেখা গিয়েছে, লাফিয়ে লাফিয়ে কমছিল প্লেটলেটের সংখ্যা। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করেছিল। শেষে ৩৫ হাজারে নেমে এসেছিল প্লেটলেট। সেই সময় শরীরে অতিরিক্ত প্লেটলেট প্রয়োগও করা হয়। কিন্তু কোনও কাজে দেয়নি। হাসপাতাল সূত্রে খবর, আজ সন্ধে সাড়ে ছ’টা নাগাদ মৃত্যুর খবর দেওয়া হয় পরিবারের কাছে।

একদিকে করোনার আতঙ্ক, তারই মধ্যে আবার চোখ রাঙাচ্ছে ডেঙ্গি। আর তাতেই মৃত্যু বাগুইহাটির গৃহবধূর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যত্রতত্র ময়লা জঞ্জাল পড়ে থাকে ওয়ার্ডে। একাধিকবার বলার পরেও ঠিকমতো পরিষ্কার হয় না পৌরনিগমের পক্ষ থেকে। বিধাননগর এখন পৌরসভা থেকে পৌরনিগমে উন্নীত হয়েছে বটে, কিন্তু সাধারণ নাগরিক পরিষেবাটুকু ঠিকমতো পাওয়া যায় না এখানে। এমনটাই অভিযোগ তুলছেন স্থানীয়রা।

মৃতার স্বামী সঞ্জয় সাহার অভিযোগ, বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করার পরেও এখনও পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। বাড়ির পাশেই একটি জমি কার্যত জঙ্গলে পরিণত হয়েছে। জঞ্জাল ফেলা হয় সেখানে। মশার আতুরঘরে পরিণত হয়েছে ওই এলাকা।

আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত রাজ্যে ডেঙ্গিতে ৫ জনের মৃত্য়ু হয়েছে। ম্যালেরিয়ায় মৃত্যু হয়েছে ২ জনের। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত রাজ্যে সাড়ে ৬০০ জন আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কাই সত্যি হচ্ছে। ডেঙ্গুর দাপট বাড়ছে রাজ্যে। স্বাস্থ্য দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ২৭ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে বাংলায় ডেঙ্গুর কবলে পড়েন ৬৫০ জন। গত বছর এই সময় আক্রান্তের সংখ্যা ছিল ৪১৯।

যে কোনও রোগেরই উপসর্গ সম্পর্কে জ্ঞান থাকলে রোগ মোকাবিলার প্রথম ধাপটাই আপনি জেনে গেলেন। উপযুক্ত চিকিৎসা পরিষেবা পেতে সময় মতো রোগ নির্ণয় করা দরকার। চোখের ব্যথা, বমি বমি ভাব, মাথাব্যথা, বমি, হাড়ের ব্যথা, ফুসকুড়ি, পেশী ব্যথা, অস্বাভাবিক রক্তপাত, জয়েন্টে ব্যথা, ক্লান্তি বা অস্থিরতার মতো লক্ষণগুলি দেখা দিলে সতর্ক হোন। এগুলি ডেঙ্গুর উপসর্গ।

আরও পড়ুন: বাংলায় একদিনের সংক্রমণ কমলেও মৃত্যু বাড়ছে! কমছে না পজিটিভিটি রেটও

আরও পড়ুন: Oath Taking Ceremony: অবস্থান বদল রাজ্যপালের, শেষবেলায় বললেন শপথ পড়াবেন অধ্যক্ষই