কলকাতা: এক ধাক্কায় ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল হয়েছে। সেই অনুমোদন বাতিলকে কেন্দ্র করে বিতর্ক যেন থামছেই না। এবার অনুমোদনের বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের আর্জি জানিয়ে চিঠি লিখলেন বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতির সদস্য। বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির রেজিস্ট্রারকে চিঠি লেখেন প্রাক্তন উপাচার্য মিতা বন্দ্যোপাধ্যায় ও অধ্যাপক মনোজিৎ মণ্ডল। তাঁরা লিখেছেন, ‘সিদ্ধান্ত প্রত্যাহার করুন’।
তাঁরা লিখেছেন, এভাবে কোনও কলেজের অনুমোদন বাতিল করা যায় না। যদিও বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, কর্মসমিতির বৈঠক করেই তা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আওতায় এ রাজ্যের সিংহভাগ বিএড কলেজ। প্রচুর বেসরকারি বিএড কলেজ এর আওতায়।
কিছুদিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছিল, ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন বা এনসিটির ২০১৪ সালের নিয়মবিধি মেনে চলতে হবে। যে সমস্ত কলেজ তা মানবে না, তাদের অনুমোদনও রাখা যাবে না।
নিয়োগ কেলেঙ্কারির আবহে একাধিক বিএড কলেজের ভূমিকা তদন্তকারী সংস্থার স্ক্যানারে উঠে আসে। এই আবহেই সম্প্রতি রাজ্যের মোট ৬২৪টি বিএড কলেজের মধ্যে ২৫৩টির অনুমোদন বাতিল করা হয়।