Loksabha Election: ভোটের আগে পুলিশ বদলিতে ‘কৌশল’? নির্বাচন কমিশন কিন্তু ধরে ফেলছে…
EC: লোকসভা ভোটের আগে বদলি নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পুরনো নিয়মই রয়েছে, প্রতিটি জেলাতে যে আধিকারিক টানা ৩ বছর ধরে রয়েছেন, তাদের ভোটের আগে বদলি করতে হবে, কখনওই তাঁদের পাশের কোনও জেলায় বা একই লোকসভার অভ্যন্তরে রাখা যাবে না।

কলকাতা: পুলিশের বদলি নিয়ে রাজ্যগুলিকে এবার কড়া নির্দেশ নির্বাচন কমিশনের। নির্দেশের পরও বহু জায়গায় বদলি হয়নি। যে সমস্ত পুলিশ অফিসারদের এক জায়গায় তিন বছর হয়ে গিয়েছে, তাঁদের নিয়ম অনুযায়ী আগেই অন্যত্র বদলির নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু নির্বাচন কমিশন ইতিমধ্যেই খেয়াল করেছে, এমন বহু পুলিশ অফিসার বদলি হয়েছেন, যাঁদের পাশের জেলাতেই বদলি করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কড়া বার্তা, এই পুলিশ অফিসাররা যাতে কোনওভাবেই নির্বাচনকে প্রভাবিত না করতে পারে তার জন্য নির্বাচন কমিশনের কড়া বার্তা।
লোকসভা ভোটের আগে বদলি নিয়ে কড়া বার্তা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের পুরনো নিয়মই রয়েছে, প্রতিটি জেলাতে যে আধিকারিক টানা ৩ বছর ধরে রয়েছেন, তাদের ভোটের আগে বদলি করতে হবে, কখনওই তাঁদের পাশের কোনও জেলায় বা একই লোকসভার অভ্যন্তরে রাখা যাবে না।
ইতিমধ্যে নির্বাচন কমিশনের টিম বা ফুল বেঞ্চ রাজ্যগুলিতে যাচ্ছে, এই মুহূর্তে নির্বাচনের প্রস্ততি কোন পর্যায়ে আছে তা খতিয়ে দেখছে। কমিশন সূত্রে খবর, সেখানেই তাদের নজরে আসছে কোনও কোনও ক্ষেত্রে আধিকারিকদের অন্য জেলায় বদলি করলেও একই লোকসভায় রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ তাদের পাশের জেলায় পাঠানো হলেও দেখা যাচ্ছে একই লোকসভার অন্তর্গত। এই বিষয়টি নিয়ে এবার কঠোর কমিশন।
পশ্চিমবঙ্গে ৩ মার্চ আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সর্বদলীয় বৈঠক করবে তারা। একইসঙ্গে পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করবে প্রাক নির্বাচনী পরিস্থিতি নিয়ে। ইতিমধ্যেই এ রাজ্যেও একাধিক জেলায় পুলিশকর্তার রদবদল হয়েছে। সমস্ত দিকই খতিয়ে দেখবে কমিশন।





