Madan Mitra Row: ‘মদনদার আবেগের বিস্ফোরণ হয়েছিল’, ‘কালারফুল বয়’কে পাশে নিয়ে ‘চ্যাপ্টার ক্লোজ়’ করলেন কুণাল

Madan Mitra and Kunal Ghosh: তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বেশ কিছুক্ষণ কথা বলেন দু'জনে। পরে উভয়ে পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। কুণাল ঘোষ বললেন, 'চ্যাপ্টার ক্লোজ়ড। এটা নিয়ে আর কোনও কথা নয়।'

Madan Mitra Row: 'মদনদার আবেগের বিস্ফোরণ হয়েছিল', 'কালারফুল বয়'কে পাশে নিয়ে 'চ্যাপ্টার ক্লোজ়' করলেন কুণাল
পাশাপাশি মদন মিত্র ও কুণাল ঘোষ
Follow Us:
| Edited By: | Updated on: May 21, 2023 | 12:00 AM

কলকাতা: এসএসকেএম নিয়ে মদন মিত্রর (Madan Mitra) মন্তব্য ঘিরে শোরগোল রাজ্য রাজনীতি। বিকেলে সাংবাদিক বৈঠকেও একপ্রস্থ ঝাঁঝ দেখিয়েছেন কামারহাটির বিধায়ক। তারপর থেকেই বিভিন্ন মহলে শুরু হয়েছিল গুঞ্জন। আর সন্ধেয় পাশাপাশি দেখা গেল মদন ও কুণালকে (Kunal Ghosh)। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বেশ কিছুক্ষণ কথা বলেন দু’জনে। পরে উভয়ে পাশাপাশি দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। কুণাল ঘোষ বললেন, ‘চ্যাপ্টার ক্লোজ়ড। এটা নিয়ে আর কোনও কথা নয়। মদনদা তৃণমূল কংগ্রেসের একজন বরিষ্ঠ নেতা ছিলেন, আছেন ও থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সৈনিক।’

এসএসকেএমের ঘটনা প্রসঙ্গে তৃণমূল মুখপাত্রর বক্তব্য, মদন মিত্র একজন রোগী ভর্তি নিয়ে গতকাল সন্ধে থেকে চেষ্টা করেছিলেন। সেটা নিয়ে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল। এটি একটি টেকনিক্যাল বিষয়। কুণাল বললেন, ‘মদনদার আবেগের একটা বিস্ফোরণ ঘটেছে। কিন্তু সেটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পরিবারের মধ্যে। মদনদা পুরোদস্তুর দলের।‘ এদিন সন্ধেয় কামারহাটির বিধায়ককে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বার বার বুঝিয়ে দিতে চাইলেন, মদন মিত্র তৃণমূল থেকে বিচ্ছিন্ন নয়।

কুণাল ঘোষের সঙ্গে দেখা করে বেরনোর পর মদন মিত্রকে প্রশ্ন করা হয়েছিল সাম্প্রতিক এই ঘটনা পরম্পরার পর। যদিও মদন মিত্র বলছেন, ‘আমার দলের ব্যাপার আমি বুঝব। কুণাল ঘোষ বলেছেন, এটা পরিবারের ব্যাপার, পরিবার বুঝবে।’ তাঁর বক্তব্য, কুণাল ঘোষ দলীয় মুখপাত্র হিসেবে যা বলার বলে দিয়েছেন এবং এরপর আর নতুন করে কিছু বলার থাকে না। যাওয়ার পথে টিভি নাইন বাংলাকে বলে গেলেন, ‘আমরা যাই করি না কেন, দিনের শেষে রাতের বেলা আমরা কিন্তু তৃণমূলই।’