Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

P C Sorcar Junior: কোনও কোনও সময় হাতে বন্দুক নেওয়াও ম্যাজিক, সময় এসে গিয়েছে: পি সি সরকার

PC Sorcar Junior: কিংবদন্তী জাদুকর পি সি সরকার জুনিয়রের মতে, পরবর্তী প্রজন্মের মধ্য দিয়েই 'ম্যাজিক' ঘটবে। সাম্প্রতিক ঘটনা পরম্পরা দেখে, সামাজিক ও রাজনৈতিক 'অবক্ষয়' থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করছেন তিনি।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 19, 2023 | 11:39 PM

কলকাতা: রাজনৈতিক ও সামাজিক অবক্ষয় নিয়ে কথা বলতে গিয়ে বিস্ফোরক জাদুকর পি সি সরকার জুনিয়র। বাঙালির আবার জেগে ওঠার অপেক্ষায় রয়েছেন তিনি। তাঁর কথায়, ‘ম্যাজিক কোনও রসিকতার ব্যাপার নয়। কখনও কখনও হাতে বন্দুক নেওয়াটাও কিন্তু ম্যাজিক। সেই সময় এসে গিয়েছে। জনগণ মোটেই সহজ ব্যাপার নয়।’ যদিও তিনি একইসঙ্গে এও জানিয়ে দিলেন, তিনি কাউকে কোনও কিছুতে উদ্বুদ্ধ করছেন না। কাউকে ক্ষেপাচ্ছেনও না। কিন্তু এখন আবার আমজনতার ‘জেগে ওঠার’ সময় এসে গিয়েছে বলে মনে করছেন তিনি।

কিংবদন্তী জাদুকর পি সি সরকার জুনিয়রের মতে, পরবর্তী প্রজন্মের মধ্য দিয়েই ‘ম্যাজিক’ ঘটবে। সাম্প্রতিক ঘটনা পরম্পরা দেখে, সামাজিক ও রাজনৈতিক ‘অবক্ষয়’ থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিচ্ছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করছেন তিনি। তাঁর আশা, তখন আবার জেগে উঠবে বাঙালি সমাজ। তাঁর বক্তব্য, এককালে গোটা বিশ্বের কাছে বাঙালির পরিচিতি ছিল। তা নিয়ে অহংকারও রয়েছে তাঁর মনে। কিন্তু, বর্তমান পরিস্থিতি দেখলে বেশ আক্ষেপ হয় কিংবদন্তী জাদুকরের মনে। বললেন, ‘আমার খুব অহংকার। পৃথিবীর সর্বশ্রেষ্ট জাতি ভারতীয়। কিন্তু এখন সব ক্ষেত্রেই বাঙালি পিছিয়ে গিয়েছে।’ তাই তাঁর আশা, পরবর্তী প্রজন্মের হাত ধরে আবার বাঙালি ম্যাজিক ঘটাবে।

রাজ্য রাজনীতির সাম্প্রতিক ঘটনাবলি নিয়েও বেশ উদ্বিগ্ন ম্যাজিশিয়ান পি সি সরকার। বিভিন্ন জায়গায় ঘুষ নেওয়ার অভিযোগ থেকে শুরু করে চাকরিপ্রার্থীদের লাগাতার রাস্তায় বসে আন্দোলন, সব নিয়েই মুখ খুললেন তিনি। রাজ্যের এই সামগ্রিক পরিস্থিতি নিয়ে বেজায় অসন্তুষ্ট কিংবদন্তী জাদুকর।