Mamata Banerjee on Budget: ‘হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে’, বাজেট নিয়ে মোদী সরকারকে কটাক্ষ মমতার

Mamata Banerjee on Budget: সাধারণ মানুষের জন্য বাজেটে কিছু দেওয়া হয়নি বলে আগেই সরব হয়েছিলেন মমতা। আর এবার নেতাজি ইন্ডোরে অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একহাত নিলেন মুখ্য়মন্ত্রী।

Mamata Banerjee on Budget: 'হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে', বাজেট নিয়ে মোদী সরকারকে কটাক্ষ মমতার
নেতাজি ইন্ডোরের মঞ্চে মমতা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 6:07 PM

কলকাতা : একদিকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) দাবি করেছেন, এবারের বাজেট অর্থনীতিতে আরও বেশি গতি আনবে, অন্যদিকে বিরোধীদের দাবি, সাধারণ মানুষের জন্য কোনও ঘোষণাই নেই বাজেটে। পুঁজিবাদীদের বাজেট বলে দাবি করেছে কংগ্রেস। আর বুধবার ফের বাজেট নিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবি, বাজেটে কিছুই নেই। মঙ্গলবার সংসদে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। বাজেটে বহুমূল্য হিরের দাম কমায় মোদী সরকারকে কটাক্ষ করেছেন অনেকেই। সেই প্রসঙ্গ টেনে একহাত নিলেন মমতাও। বললেন ‘হিরের তরকারি বানিয়ে খাবে!’  বিজেপিকে ‘চু কিত কিত দল’ বলেও কটাক্ষ করেছেন মমতা।

‘বিজেপি একটা চু কিত কিত দল’

বাজেট প্রসঙ্গে এ দিন মমতা বলেন, ‘গতকাল একটা বাজেট হল। কিছু নেই ভো-ভা, আগে আমরা খোখো খেলতাম না… চু কিত কিত! বিজেপিকে দেখলে আমার মনে হয় একটা চু কিত কিত দল। আর তাতে দুজনই পাণ্ডা।’ হিরের দাম কমানোয় বিজেপি সরকারকে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘মানুষের জন্য দেখুন একটা কথাও বলেনি। হিরে চায় হিরে। শাক চায় না, মাছ চায় না, ডাল চায় না, আলু চায় না, চায় হিরে। হিরের চচ্চড়ি খাবে, হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে। নিজেরা হিরের ঘণ্ট খেয়ে বসে থাকবে।’

‘১০০ দিনের টাকা কমিয়ে দিয়েছে’

১০০ দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে কেন্দ্র। এ কথা উল্লেখ করে এ দিন ক্ষোভ প্রকাশ করেন মমতা। বলেন, ‘গরিব মানুষগুলো ১০০ দিনের কাজ করে। বদলে কয়েকটা টাকা পায়। কমাতে কমাতে এবার তো আর বাজেটে টাকাই নেই।’ বিজেপি সরকারের দেশে কেউ প্রতিবাদ করতে পারে না বলেও দাবি করেছেন তিনি। তাঁর কথায়, ‘ওরকম প্রতিবাদ করলে হবে না যে কেউ ঘেউ ঘেউ করল, আর আমি পালিয়ে গেলাম।’ তিনি বলেন, ‘আমি ওরকম প্রতিবাদ চাই, যাতে কেউ ঘেউ ঘেউ করলে আমি পাল্টা ঘেউ ঘেউ করতে পারি।’

‘সাধারণ মানুষের জন্য কিছুই নেই’

মঙ্গলবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাজেটের বিরোধিতা করে টুইটারে লেখেন, ‘বাজেটে সাধারণ মানুষের জন্য কিছুই নেই। বেকারত্ব এবং মু্দ্রাস্ফীতির দ্বারা তাঁরা পিষ্ট হচ্ছে। নিজেদের বড় বড় বুলিতে হারিয়ে গিয়েছে সরকার। এটা আসলে কিছুই নয়,একটি পেগাসাসে বিদ্ধ বাজেট।’

আরও পড়ুন : Alipur Zoo Case: ‘রাকেশ সিং চিড়িয়াখানার কর্মীই নন, মামলা করার অধিকার নেই তাঁর’, আদালতে রিপোর্ট পুলিশের

আরও পড়ুন :  Mamata Banerjee On CBI Investigation: ‘কেষ্টকে নোটিস পাঠাচ্ছে, অভিষেকের স্কুলের বন্ধুগুলোকেও ছাড়ছে না’, সিবিআই তৎপরতা নিয়ে বিরক্ত মমতা