AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: খেলা নম্বর ওয়ান, খেলা নম্বর টু… ছাব্বিশে তৃণমূলের চারটি খেলা কী কী

Mamata Banerjee: ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম স্লোগান ছিল 'খেলা হবে'। এবার ২৬-এর নির্বাচনের আগে কর্মী সম্মেলন থেকে সেই স্লোগান তুলে দিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Mamata Banerjee: খেলা নম্বর ওয়ান, খেলা নম্বর টু... ছাব্বিশে তৃণমূলের চারটি খেলা কী কী
Image Credit: ANI
| Edited By: | Updated on: Feb 27, 2025 | 4:24 PM
Share

কলকাতা: ২০২১-এ তৃণমূল বলেছিল ‘খেলা হবে’। আর এবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন চারটি খেলা হবে। খেলা নম্বর ওয়ান, খেলা নম্বর টু… কর্মীদের সব বুঝিয়ে দিলেন মমতা। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের সব তৃণমূলকর্মীদের নিয়ে ছিল মেগা বৈঠক। সেখান থেকে মমতা বলেন, ‘২৬-এও খেলা হবে। আর একটু জোর মারতে হবে।’

কর্মীদের উজ্জ্বীবিত করতে তৃণমূল সুপ্রিমো এদিন বলেন, “এত চিন্তা করবে না। ওদের আয়ু তিন মাস। যদি বাংলায় কেউ টিকে থাকে, তাহলে তারা হল তৃণমূল কংগ্রেস। খেলা আবার হবে। ২০২৬-এ আরও জোরে মারতে হবে। ক্রিকেট-ফুটবল জোরে মারতে হবে। চু কিত-কিত হবে, স্কিপিংও হবে। আর সেই কাজ শুরু হবে ভোটার লিস্ট থেকে। এটা বুথস্তরের কর্মীদের করতে হবে।”

বক্তব্যের শেষের দিকে ২০২৬-এর টার্গেট বেঁধে দেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেন, ২১৫-র বেশি আসন পেতে হবে। আগে ২১৫ পার করব, তারপর অন্য কথা। তার থেকে বেশি হবে, তবু কম হবে না। এরপরই চারটি খেলার কথা বলেন তিনি।

মমতার কথায়, খেলা নম্বর ওয়ান হল ‘ভোটার লিস্ট’। ভুয়ো ভোটার সরানোর জন্য কর্মীদের সচেষ্ট হওয়ার বার্তা দেন তিনি। খেলা নম্বর টু হল- বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ স্থাপন করা, খেলা নম্বর তিন হল, সংগঠন শক্তিশালী করা। এলাকায় কারা আসছে, সেদিকে নজর রাখা। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা। আর খেলার নম্বর চার হল বিজেপির হার।