Bangla Divas: ‘বাংলা কী খাবে, কী পরবে, বলে দেবেন?’ উত্তর প্রদেশ থেকে চিঠি আসতেই ক্ষুব্ধ মমতা
Bangla Divas: অনুরোধ জানানো সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে 'বাংলা' করা হচ্ছে না? সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা। তিনি বলেন, "পাকিস্তানে যদি একটা পঞ্জাব নামে রাজ্য থাকতে পারে, তাহলে ইন্ডিয়াতে 'বাংলা' নামে একটা রাজ্য থাকতে পারে না?"

কলকাতা: উত্তর প্রদেশের রাজভবন থেকে বিশেষ সচিব একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে জানানো হয়েছে আগামী ২০ জুন উত্তর প্রদেশের রাজভবনে ‘বাংলা দিবস’ পালন করা হবে। শুধু উত্তর প্রদেশ নয়, দেশের প্রায় সব রাজ্যেই এই দিনটি পালন করা হবে। এই চিঠি দেখেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ‘বাংলা দিবস’ পালন নিয়ে শুরু থেকেই একটা সংঘাত ছিল। আর এবার চিঠি আসতেই ক্ষোভ প্রকাশ করলেন মমতা।
উল্লেখ্য, রাজ্য সরকার আইন পাশ করে ১ বৈশাখ ‘বাংলা দিবস’ পালন করার কথা ঘোষণা করেছে। সেইমতো পালনও করা হয়েছে। কিন্তু বিজেপির শুরু থেকেই দাবি ছিল, ২০ জুন দিনটি ‘বাংলা দিবস’ হিসেবে পালন করতে হবে।
বুধবার সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “আমাদের রাজ্যে বাংলা দিবস হিসেবে একটা নির্দিষ্ট দিন আছে। সেটা পয়লা বৈশাখ। কেন স্বাধীনতার আগের একটা দিনকে আমরা ধরব? বাংলার প্রতিষ্ঠা দিবস বাংলা ঠিক করবে না আপনারা ঠিক করবেন? বিজেপি সবকিছু চাপিয়ে দেবে? ওরা ঠিক করে দেবে বাংলা কবে রবীন্দ্র জয়ন্তী পালন করবে, নজরুল জয়ন্তী পালন করবে, পয়লা বৈশাখ কবে পালন করবে? বাংলা কী খাবে, কী পরবে, আপনারা ঠিক করবেন?”
অনুরোধ জানানো সত্ত্বেও কেন পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করে ‘বাংলা’ করা হচ্ছে না? সেই প্রশ্নও এদিন তুলেছেন মমতা। তিনি বলেন, “পাকিস্তানে যদি একটা পঞ্জাব নামে রাজ্য থাকতে পারে, তাহলে ইন্ডিয়াতে ‘বাংলা’ নামে একটা রাজ্য থাকতে পারে না? আপনারা বাংলাকে চরম অপমান করছেন বলে আমরা মনে করি।”
