Mamata Banerjee: ‘জ্ঞানেশ্বরীতে CBI তদন্তের নির্দেশ দিয়েছিলাম, কিছুই হয়নি’, করমণ্ডল দুর্ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন মমতার

Mamata Banerjee: মমতার কথায়, "এটা সত্যিটা জানার সময়, সত্যিটা ধামাচাপা দেওয়ার সময় নয়।"

Mamata Banerjee: 'জ্ঞানেশ্বরীতে CBI তদন্তের নির্দেশ দিয়েছিলাম, কিছুই হয়নি', করমণ্ডল দুর্ঘটনার তদন্ত নিয়ে প্রশ্ন মমতার
Follow Us:
| Edited By: | Updated on: Jun 05, 2023 | 5:50 PM

কলকাতা: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বালেশ্বরের ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেছে রেল বোর্ড। সেই সুপারিশ নিয়েই প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রেলমন্ত্রী থাকাকালীন যেসব দুর্ঘটনা ঘটে, তার তদন্তভার সিবিআই-কে দিয়েও কোনও লাভ হয়নি বলে দাবি করেছেন মমতা। সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জ্ঞানেশ্বরী ও সাঁইথিয়ার দুর্ঘটনার কথাও মনে করিয়ে দিয়েছেন।

এদিন মমতা বলেন, “আমিও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তভার সিবিআই-কে দিয়েছিলাম। ১২ বছর কেটে গিয়েছে, কিছুই জানা যায়নি। সাঁইথিয়া দুর্ঘটনার তদন্তও সিবিআই-কে করতে দেওয়া হয়েছিল, কোনও লাভ হয়নি।” তাঁর মতে, সিবিআই অপরাধের তদন্ত করে, আর এটা দুর্ঘটনা। তিনি মনে করেন, রেলওয়ে সেফটি কমিশনেরই প্রথমে বিষয়টি দেখা উচিত। মমতার কথায়, “এটা সত্যিটা জানার সময়, সত্যিটা ধামাচাপা দেওয়ার সময় নয়।”

দুর্ঘটনার পরের দিন বালেশ্বরে গিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “কিছু তো একটা হয়েছে।” ভাল করে যাতে তদন্ত হয়, সেই আর্জিও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

উল্লেখ্য, মমতা রেলমন্ত্রী থাকাকালীন ২০১০ সালে ঘটেছিল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনা। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪০ জনের, আহত হয়েছিলেন বহু মানুষ। এছাড়া ওই বছরেই সাঁইথিয়ায় ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছিল বনাঞ্চল এক্সপ্রেস। দুটি ক্ষেত্রেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন মমতা।