AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gold Smuggling: পায়ুদ্বারে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, বিমানবন্দরে শুল্ক দফতরের জালে পাচারকারী

Gold Smuggling: কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, বুধবার বেসরকারি একটি বিমান সংস্থার বিমানে উঠছিলেন আবু শালিহু নামের এক যাত্রী। কিন্তু তাঁর চলাফেরায় অসঙ্গতি লক্ষ্য করেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা।

Gold Smuggling: পায়ুদ্বারে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা, বিমানবন্দরে শুল্ক দফতরের জালে পাচারকারী
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Aug 17, 2023 | 9:19 AM
Share

কলকাতা: চলনবলন দেখেই সন্দেহ হয়েছিল। সেই মতো জেরা করতেই সামনে এল তথ্য। পায়ুদ্বারে লুকিয়ে বিমান যাত্রীর সোনা পাচারের ছক বানচাল করলেন শুল্ক দফতরের অফিসাররা। প্রায় ৬০০ গ্রাম সোনার পেস্ট পায়ুদ্বারে লুকিয়ে পাচারের ছক কষেছিলেন ওই যাত্রী। তবে পাচারের আগেই তা বানচাল করে দিলেন আধিকারিকরা।

কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, বুধবার বেসরকারি একটি বিমান সংস্থার বিমানে উঠছিলেন আবু শালিহু নামের এক যাত্রী। কিন্তু তাঁর চলাফেরায় অসঙ্গতি লক্ষ্য করেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকরা। তৎক্ষনাত তাঁরা মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি চালান। কিন্তু সেই সময় ওই যাত্রীর কাছ থেকে কিছুই মেলেনি বলে খবর। তবে ছেড়ে দেওয়ারও পাত্র নন নিরাপত্তারক্ষীরা। খবর দেওয়া হয় শুল্ক দফতরের এয়ার ইন্টেলিজেন্স আধিকারিকদের। ততক্ষণে আবার ওই যাত্রী বিমানে উঠে পড়েন বেঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে।

ফলত তাঁকে না পেয়ে কলকাতা বিমানবন্দর থেকে যাত্রীর নাম-সিট নম্বর সহ যাবতীয় তথ্য বেঙ্গালুরু শুল্ক দফতরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়া হয়। বিমানটি বেঙ্গালুরু বিমানবন্দরে অবতরণ করলে ওই যাত্রীকে আটক করা হয়। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের মুখ অবশেষে ভেঙে পড়েন আবু শালিহু। স্বীকার করে নেন তিনি মলদ্বারে ৬০০ গ্রাম সোনার পেস্ট লুকিয়ে নিয়ে যাচ্ছিলেন। এছাড়াও এই সংক্রান্ত যাবতীয় তথ্য শুল্ক দফতরের আধিকারিকদের জানান অভিযুক্ত। গ্রেফতার করা হয়েছে আবু শালিহুকে।