লাইন তো জলে ডুবে, ট্রেন চলবে কী ভাবে! শনিবারও বাতিল একগুচ্ছ দূরপাল্লার এক্সপ্রেস
রেল ট্র্যাকের উপর জমা জলের কারণের এই ট্রেনগুলি বাতিল করতে হয়েছে বলে জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে।
কলকাতা: শহরের পাশ্বর্বর্তী এলাকায় শুক্রবার বৃষ্টিপাত কিছুটা কমেছে। কিন্তু জমা জল নামার কোনও লক্ষণ এ দিন রাত পর্যন্ত দেখতে যাওয়া পাওয়া যাচ্ছে না। যে কারণে শনিবারও হাওড়া ও কলকাতা রুটের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বোর্ড। এই তালিকায় রাজ্যের মধ্যেই থাকা দূরপাল্লার ট্রেনের পাশাপাশি দিল্লিগামী এবং উত্তরবঙ্গ রুটের একাধিক ট্রেনও বাতিল করা হয়েছে। রেল ট্র্যাকের উপর জমা জলের কারণের এই ট্রেনগুলি বাতিল করতে হয়েছে বলে জানানো হয়েছে রেলওয়ের পক্ষ থেকে। বাতিল হয়েছে মধ্য বঙ্গের বহু ট্রেনও।
দেখে নিন কোন কোন ট্রেনগুলি বাতিল হল…
নবদ্বীপ ধাম-মালদা টাউন স্পেশাল হাওড়া-পটনা স্পেশাল (আপ ও ডাউন) রাধিকাপুর-হাওড়া স্পেশাল হাওড়া-মালদা টাউন স্পেশাল (আপ ও ডাউন) হাওড়া-ভাগলপুল স্পেশাল (আপ ও ডাউন) হাওড়া-জামালপুর স্পেশাল হাওড়া-রাজেন্দ্রনগর স্পেশাল হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশাল (আপ ও ডাউন) রামপুরহাট-হাওড়া স্পেশাল হাওড়া-মালদা টাউন স্পেশাল হাওড়া-আসানসোল স্পেশাল রাঁচি-হাওড়া স্পেশাল কাটিহার-হাওড়া স্পেশাল সিউড়ি-হাওড়া স্পেশাল আজিমগঞ্জ-হাওড়া স্পেশাল কলকাতা-লালগোলা স্পেশাল হাওড়া বোলপুর স্পেশাল
বাতিলের খাতায় উত্তর ভারতের ট্রেনও
হাওড়া-অমৃতসর স্পেশাল (আপ ও ডাউন), ৩০ জুলাই ও ১ অগস্ট বাতিল হাওড়া- নয়া দিল্লি স্পেশাল হাওড়া- লালকুঁয়া স্পেশাল হাওড়া-বিকানের স্পেশাল
রেল সূত্রে খবর, প্রবল বৃষ্টির জেরে অটোমেটিক সিগন্যালিং সিস্টেম সম্পূর্ণ ভাবে ভেঙে পড়েছে। ফলে দূরপাল্লার ট্রেন হোক কিংবা লোকাল স্টাফ স্পেশাল ট্রেন, সকলের গতিই সকাল থেকে স্তব্ধ কিংবা শ্লথ। তবে রেলের আধিকারিকদের বক্তব্য, ম্যানুয়াল সিস্টেমের মাধ্যমে তাঁরা চেষ্টা করছেন পরিষেবা সচল রাখার। শিয়ালদহের ক্ষেত্রে কলকাতা ও টালার মাঝে কলকাতা স্টেশন চত্বরে জল জমে থাকায় প্ল্যাটফর্ম পর্যন্ত দূরপাল্লার বেশ কিছু ট্রেনকে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। সেগুলিকে তার আগের বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। শুক্রবার বহু ট্রেন হাওড়ায় ঢুকতেই পারেনি। সাঁতরাগাছিতেই নামানো হয়েছে যাত্রীদের। এই অবস্থায় ঝুঁকি না নিয়ে জল নামার পরই ট্রেন চালানোর পক্ষপাতী রেল। আরও পড়ুন: বিনয় মিশ্রর ‘গেম ওভার’ করতে চূড়ান্ত তৎপরতা শুরু নিজাম প্যালেসে, সক্রিয় দিল্লিও