Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Train Cancelled: পরপর চারদিন হাওড়া থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন পুরো তালিকা

Train Cancelled: মূলত রেলের কোনও মেরামতির কাজের কারণেই ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বাতিল করার আগে বিজ্ঞপ্তি দেওয়া হয় রেলের তরফে।

Train Cancelled: পরপর চারদিন হাওড়া থেকে বাতিল একগুচ্ছ ট্রেন, দেখে নিন পুরো তালিকা
ফাইল চিত্র।Image Credit source: X
Follow Us:
| Edited By: | Updated on: Feb 19, 2025 | 11:18 PM

কলকাতা: ফের বাতিল একাধিক ট্রেন। ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি অর্থাৎ আজ বুধবার থেকে আগামী শনিবার পর্যন্ত একাধিক রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। বুধবারই বিজ্ঞপ্তি দিয়ে সেই তালিকা প্রকাশ করেছে রেল। রেলের বিশেষ কাজের জন্য বন্ধ রাখা হবে ট্রেনগুলি। তবে লোকাল ট্রেন নয়, বাতিল হচ্ছে মূলত এক্সপ্রেস ট্রেন।

যে সব ট্রেন বাতিল হচ্ছে, রইল সেই তালিকা:

১. ১২৩১১ হাওড়া- কালকা নেতাজি এক্সপ্রেস (২০ ও ২১ ফেব্রুয়ারি)

২. ১২৩১২ কালকা- হাওড়া নেতাজি এক্সপ্রেস (২০ ও ২১ ফেব্রুয়ারি)

৩. ২২৩০৮ বিকানির- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (১৯ ফেব্রুয়ারি)

৪. ২২৩০৭ হাওড়া- বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস (২১ ফেব্রুয়ারি)

৫. ১২৩০৮ যোধপুর- হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস (২০ ও ২১ ফেব্রুয়ারি)

৬. ১২৩০৭ হাওড়া- যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস (২২ ও ২৩ ফেব্রুয়ারি)

৭. ২০৯৭৬ আগ্রা ক্যান্টনমেন্ট- হাওড়া চম্বল এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

৮. ১২১৭৭ হাওড়া-মথুরা জংশন চম্পল এক্সপ্রেস (২১ ফেব্রুয়ারি)

৯. ২২৯১১ ইন্দোর-হাওড়া শিপ্রা এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

১০. ২২৯১২ হাওড়া- ইন্দোর শিপ্রা এক্সপ্রেস (২০ ও ২২ ফেব্রুয়ারি)

১১. ২২৪৬৬ আনন্দ বিহার টার্মিনাল- মধুপুর বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর সুপারফাস্ট এক্সপ্রেস (১৯ ফেব্রুয়ারি)

১২. ২২৪৬৫ মধুপুর- আনন্দ বিহার টার্মিনাল বাবা বৈদ্যনাথ ধাম দেওঘর সুপারফাস্ট এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

১৩. ১৯৪৩৫ আমেদাবাদ জংশন- আসানসোল উইকলি এক্সপ্রেস (২০ ফেব্রুয়ারি)

১৪. ১৯৪৩৬ আসানসোল জংশন- আমেদাবাদ উইকলি এক্সপ্রেস (২২ ফেব্রুয়ারি)