Maheshtala case: মহেশতলা কাণ্ডে কলকাতায় মূল অভিযুক্ত শাহেনশাহ-সহ ৩, নাবালকের খোঁজে থানায় চলছে ম্যারাথন জেরা
Maheshtala case: শাহেশাহকে জিজ্ঞাসাবাদ করেই নাবালকের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত সে নাবালককে কোথায় রেখেছিল, ওই নাবালক যদি পালিয়ে যায় তাহলে কোন দিকে গেল এবং সেটি কে দেখেছে এই সব বিষয়েই এদিন শাহেনশাহকে প্রশ্ন করা হয় বলে খবর।

সৌভক সরকার, সুশোভন ভট্টাচার্য, রূপক ঘোষ ও সুপ্রিয় গুহর রিপোর্ট
রবীন্দ্রনগর: আগেই জানা গিয়েছিল মহেশতলায় নাবালক নিখোঁজ তদন্তে এবার সিআইডি-র সাহায্য নিচ্ছে জেলা পুলিশ। এদিকে মূল ঘটনা সামনে আসার পর ১০ দিন কাটতে চললেও এখনও খোঁজ নেই ইসলামপুরের নাবালকের। এদিন সকালেই রবীন্দ্রনগর থানায় নিয়ে আসা হল মূল অভিযুক্ত শাহেনশাহকে। গত পরশুদিনই তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁর সঙ্গেই পাকড়াও করা হয়েছে ফিরোজ ও আসিফ নামে আরও দু’জনকে। এই তিনজনকেই এদিন নিয়ে আসা হয় রবীন্দ্রনগর থানায়। তিনজনকেই এদিন আলিপুর আদালতে তুলছে ডায়মন্ড হারবার জেলা পুলিশ।
শাহেশাহকে জিজ্ঞাসাবাদ করেই নাবালকের খোঁজ পেতে চাইছেন তদন্তকারীরা। শেষ পর্যন্ত সে নাবালককে কোথায় রেখেছিল, ওই নাবালক যদি পালিয়ে যায় তাহলে কোন দিকে গেল এবং সেটি কে দেখেছে এই সব বিষয়েই এদিন শাহেনশাহকে প্রশ্ন করা হয় বলে খবর। একইসঙ্গে ঘটনার সময় শাহেনশাহ ছাড়াও বাকি কারা উপস্থিত ছিল তা জানতে মরিয়া পুলিশ। SDPO কারুজাম্মান সহ তদন্তকারী অফিসার নাবালকের সন্ধানে ম্যারাথন জেরা করছেন শাহেনশাহকে। স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পেরেছে মালিকের ছেলের কাছে স্কুটার চেয়েছিল শাহেনশাহ। কিন্তু সেটা কী কারণে চেয়েছিল তাও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
মঙ্গলবার শাহেনশাহ-সহ দু’জন কারখানা থেকে বেরিয়ে বজবজ পৌঁছে হাওড়া স্টেশন দিয়ে মুম্বই যায় বলে পুলিশ সূত্রে খবর। সিসি ক্যামেরা ফুটেজে শাহেনশাহদের বেরনোর ছবি দেখা গেলেও নাবালকের ছবি এখনো পাওয়া যায়নি। শাহেনশাহের মোবাইলের কলের ডেটা রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর। কার সঙ্গে কখন কথা তা কন্ঠ মিলিয়ে দেখা হচ্ছে।
