Kolkata Airport: কেবিন ক্রুকে বিমানের ভিতর এভাবে দেখে…, যত ঘটনা কলকাতা বিমানবন্দরে
Kolkata Airport: শনিবার ইন্ডিগো এয়ারলাইনের বিমানে কর্তব্যরত ছিলেন ওই ক্রু। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের মধ্যেই কেবিন ক্রু অচৈতন্য হয়ে পড়েন। হঠাৎ এভাবে তাঁকে সংজ্ঞা হারাতে দেখে বিমানের ভিতরই শোরগোল শুরু হয়ে যায়। আরেকজন কেবিন ক্রু বিষয়টি পাইলটকে জানান।
কলকাতা: যাত্রীর অসুস্থতার কথা প্রায়শই শোনা যায়। যে কারণে উড়ানের পরও অবতরণ করাতে হয় বিমান। কিংবা মেডিক্যাল এমার্জেন্সির কারণে দেরিতে ছাড়তে হয় ফ্লাইট। তবে এবার বিমানের ভিতরে অসুস্থ হয়ে পড়লেন এক কেবিন ক্রু। সংজ্ঞা হারিয়ে ঢলে পড়েন তিনি। তাঁকে দেখে ঘাবড়ে যান সহকর্মীরা।
শনিবার ইন্ডিগো এয়ারলাইনের বিমানে কর্তব্যরত ছিলেন ওই ক্রু। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের মধ্যেই কেবিন ক্রু অচৈতন্য হয়ে পড়েন। হঠাৎ এভাবে তাঁকে সংজ্ঞা হারাতে দেখে বিমানের ভিতরই শোরগোল পড়ে যায়। আরেকজন কেবিন ক্রু বিষয়টি পাইলটকে জানান।
এরপরই বিমানটি বে নম্বর ৫০-এ পার্ক করানো হয়। খবর দেওয়া হয় বিমানবন্দরে থাকা মেডিক্যাল টিমকে। তারা এসে প্রাথমিক চিকিৎসা করেন। এরপর দুপুর ২টো ৪৫ মিনিট নাগাদ ইন্ডিগো এয়ারলাইন্সের আধিকারিকরা অ্যাম্বুলেন্সে করে ভিআইপি রোডের ধারে এক বেসরকারি হাসপাতালে ওই ক্রুকে ভর্তি করান।
অন্যদিকে এদিন ইন্ডিগো এয়ারলাইনের এক যাত্রীও অসুস্থ হয়ে পড়েন। ই ৬৬১৬ বিমানের যাত্রী ছিলেন তিনি। প্রিসিংকোপিতে আক্রান্ত ৮০ বছরের ওই যাত্রী। আইজলে যাচ্ছিলেন। হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে ভিআইপি রোডের ধারে একটি হাসপাতালে ভর্তি করানো হয়।