Modi-Mamata: উত্তরের উত্তর চাইতে লাগাতার সফর, প্রথম দফার আগে ফের একইদিনে উত্তরবঙ্গে মোদী-মমতা
Modi-Mamata: রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল, বিজেপি দুই শিবিরেরই পাখির চোখ এখন উত্তরবঙ্গ। তা মোদী মমতার ঝোড়ো সফরই বুঝিয়ে দিচ্ছে। এদিকে উত্তরবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ধরে রাখতে চায় বিজেপি।

কলকাতা: বেজে গিয়েছে লোকসভা ভোটের দামামা। দেশের তিন রাজ্যের মধ্যে বাংলাতেও সাত দফায় ভোট হতে চলেছে। এদিকে দফায় দফায় বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিন আগেই এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। পিছিয়ে নেই তৃণমূলও। লাগাতার উত্তরে ছুটে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে। প্রথম দফা ভোটের আগে উত্তরবঙ্গে প্রচারে ঝড় তুলতে চলেছেন মোদী-মমতা। আগামী ১৬ তারিখ বালুরঘাট ও রায়গঞ্জে বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করার কথা রয়েছে মোদীর। ওই দিনই আবার তৃণমূল প্রার্থীদের সমর্থনে আলিপুরদুয়ার ও শিলিগুড়িতে রোড শো করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মোদী, মমতার পাশেই উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। একাধিক কর্মসূচিও রয়েছে তাঁরও। প্রসঙ্গত, শেষ লোকসভা ভোটে উত্তরবঙ্গের ৮ আসনের মধ্যে ৭টিই গিয়েছিল পদ্ম খাতায়। এবার হারানো জমি পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল। যদিও একুশের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে মোটের উপর ভালই ফল করেছিল ঘাসফুল শিবির।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তৃণমূল, বিজেপি দুই শিবিরেরই পাখির চোখ এখন উত্তরবঙ্গ। তা মোদী মমতার ঝোড়ো সফরই বুঝিয়ে দিচ্ছে। এদিকে উত্তরবঙ্গে ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ধরে রাখতে চায় বিজেপি। আলাদা করে নজর দেওয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত মালদা দক্ষিণ আসনের দিকে। এই আসনটি শেষবার পেয়েছিল কংগ্রেস। সেখানের বর্তমান সাংসদ ডালুবাবু। এবার ভোটে লড়ছেন তাঁর ছেলে ইশা খান। সেখানে বিজেপি কেমন ফল করতে পারে সেটাই দেখার।
তবে মালদহ দক্ষিণ ছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, মালদহ উত্তর, রায়গঞ্জ, দার্জিলিংয়ের উপরেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের আট আসনেই জিততে মরিয়া বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সে কারণেই স্বরাষ্ট্র মন্ত্রীর পর প্রধানমন্ত্রীর সফর বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিজেপির নড়বড়ে জায়গাগুলিকে আবার কাজে লাগিয়ে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি আসন জিততে মরিয়া তৃণমূলও। অন্যদিকে বালুরঘাটে লড়ছেন বিজেপির রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার। তাঁর বিরুদ্ধে লড়ছেন বিপ্লব মিত্র।





