মুকুল ‘কথা দিলেন’, বিজেপি এলে কেন্দ্রের নিয়মে বেতন পাবেন পার্শ্বশিক্ষকরা

"আমি বলব আপনারা রাজ্যপালের কাছে যান। দেখা করুন। তাঁকেও বিষয়টা জানান। আপনাদের সমস্যর সমাধান হবেই", পরামর্শ মুকুল রায়ের।

মুকুল 'কথা দিলেন', বিজেপি এলে কেন্দ্রের নিয়মে বেতন পাবেন পার্শ্বশিক্ষকরা
পার্শ্বশিক্ষকদের মঞ্চে মুকুল রায়।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 16, 2021 | 5:41 PM

কলকাতা: ক্ষমতায় এলে পার্শ্বশিক্ষকদের বেতন সমস্যার সমাধান করবে বিজেপি। মঙ্গলবার পার্শ্বশিক্ষকদের অনশনমঞ্চে গিয়ে এমনই আশ্বাস দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। জানিয়ে এলেন, কেন্দ্রের নিয়ম মেনে অন্য রাজ্যে পার্শ্বশিক্ষকদের যে বেতন দেওয়া হয়, এ রাজ্যেও তাই হবে।

গত শনিবার পার্শ্বশিক্ষকদের অবস্থান মঞ্চে গিয়েছিলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র তাঁদের পাশে রয়েছে, সে আশ্বাসও দিয়েছিলেন তিনি। এরপরই মুকুল রায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এ বিষয়ে চিঠি লেখেন। তাঁর কাছে মুকুল জানতে চান, বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কতটা বেতন দিতে পারবে।

এরপরই মঙ্গলবার সকালে যখন মুকুল রায়ের বিক্ষোভ মঞ্চে আসার কথা শোনা যায়, তখনই মনে হয়েছিল কোনও বিশেষ বার্তা নিয়েই হয়তো সেখানে হাজির হচ্ছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি। এদিন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে মুকুল রায় বলেন, “বিজেপি ক্ষমতায় এলে আপনাদের সমস্যার সমাধান হবে। কেন্দ্রীয় সরকারের নিয়ম মেনে সব রাজ্যের পার্শ্বশিক্ষকরা যে বেতন পান, আপনারাও তাই পাবেন।” একইসঙ্গে আন্দোলনকারীদের রাজ্যপালের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, “আমি বলব আপনারা রাজ্যপালের কাছে যান। দেখা করুন। তাঁকেও বিষয়টা জানান। আপনাদের সমস্যর সমাধান হবেই।”

বিভিন্ন দাবিতে গত ৬১ দিন ধরে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা। গত ১০ দিন ধরে অনশনও করছিলেন তিনজন। মঙ্গলবার সরস্বতী পুজোর প্রসাদ খেয়ে অনশন ভাঙেন তাঁরা। শারীরিক অসুস্থতার জন্য অনশন তুলে নিলেও অবস্থান বিক্ষোভ যে চলবে সে কথাও জানিয়েছেন তাঁরা।