AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sabujsathi’s bicycle: জেলায় জেলায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছে সবুজসাথীর প্রচুর সাইকেল! ২০ তারিখের মধ্যে রিপোর্ট চাইছে নবান্ন

Nabanna seeking Report: রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে তাও প্রায় ১০ বছর হয়ে গেল। স্কুলে যেতে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, প্রত্য়ন্ত এলাকায় যাতে পড়ুয়ারা চাপে না পড়ে সে কথা মাথায় রেখেই এই জনমুখী প্রকল্প শুরু করে সরকার।

Sabujsathi's bicycle: জেলায় জেলায় খোলা আকাশের নীচে পড়ে রয়েছে সবুজসাথীর প্রচুর সাইকেল! ২০ তারিখের মধ্যে রিপোর্ট চাইছে নবান্ন
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Sep 16, 2025 | 8:21 PM
Share

কলকাতা: সবুজসাথী প্রকল্পের প্রচুর সাইকেল খোলা আকাশের নীচে পড়ে রয়েছে। এই সব সাইকেলগুলি এখনও বিলি করা হয়নি। অরক্ষিত অবস্থায় বৃষ্টির জল বা সেগুলি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা। নড়েচড়ে বসেছে নবান্ন। জেলা শাসকদের কাছে গেল সুস্পষ্ট নির্দেশ। দ্রুত সাইকেলগুলিকে ভাল কোনও জায়গায় রাখতে হবে। সব জেলা শাসকদের এই নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। 

শুধু এখানেই শেষ নয়। নবান্নের তরফে চাওয়া হয়েছে রিপোর্টও। কেন এভাবে জেলার বিভিন্ন জায়গায় সাইকেলগুলি পড়ে আছে তা নিয়ে অনগ্রসর শ্রেণির দফতরের সচিবকে রিপোর্ট দিতে বলা হয়েছে। তা দিতে হবে ২০ তারিখের মধ্যে। সূত্রের খবর, ডিএম অফিসের নির্দিষ্ট করা জায়গাতেই মূলত সবুজসাথীর সাইকেলগুলি রাখা থাকবে। কিন্তু এখন বর্ষার মাঝেই সাইকেলের দুরবস্থার খবর সামনে আসতেই তা নিয়েই চাপানউতোর তৈরি হয়েছে প্রশাসনিক মহলে। 

রাজ্যে এই প্রকল্প শুরু হয়েছে তাও প্রায় ১০ বছর হয়ে গেল। স্কুলে যেতে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয়, প্রত্য়ন্ত এলাকায় যাতে পড়ুয়ারা চাপে না পড়ে সে কথা মাথায় রেখেই এই জনমুখী প্রকল্প শুরু করে সরকার। সরকারি ও সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলের নবম ও দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের দেওয়া হয় এই প্রকল্পের সুবিধা। চলতি বছরের অগস্টের শেষে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে সবুজসাথী নিয়ে একটি পোস্ট করেন। সেখানে তিনি জানান, ২০১৫-১৬ সালে চালু হবার পর থেকে সবুজসাথী প্রকল্পে, বিগত দশটি পর্যায়ে ইতিমধ্যেই ১ কোটি ৩৮ লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি। মোট খরচ হয়েছে প্রায় ৪ হাজার ৭৩০ কোটি টাকা।