Mamata-Modi: হাইভোল্টেজ মঙ্গলে মেগা টক্কর! একই দিনে মহানগরে রোড শো মোদী-মমতার

Mamata and Modi: আগামিকাল রাজ্যের তিন কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে নমোর। অশোকনগর, বারুইপুরে জনসভা। তারপর সন্ধেয় শিমলা স্ট্রিটে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে আবার আগামিকালই কলকাতায় পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও।

Mamata-Modi: হাইভোল্টেজ মঙ্গলে মেগা টক্কর! একই দিনে মহানগরে রোড শো মোদী-মমতার
নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit source: Facebook

| Edited By: Soumya Saha

May 27, 2024 | 11:14 PM

কলকাতা: সপ্তম দফার ভোটের মুখে আগামিকাল শহর কলকাতায় এক মেগা টক্কর। মহানগর কাল সাক্ষী থাকবে এক হাইভোল্টেজ মঙ্গলবারের। একই দিনে কলকাতায় রোড শো মোদী-মমতার। আগামিকাল রাজ্যের তিন কেন্দ্রে প্রচার কর্মসূচি রয়েছে নমোর। অশোকনগর, বারুইপুরে জনসভা। তারপর সন্ধেয় শিমলা স্ট্রিটে উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে আবার আগামিকালই কলকাতায় পদযাত্রা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়েরও।

মঙ্গলবার কলকাতায় এন্টালি থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে কোয়েস্ট মল পর্যন্ত রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো। আগামিকাল বিকেল ৫টা নাগাদ এই রোড শো’য়ে শুরু করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত তেমনই জানা যাচ্ছে।

লোকসভা ভোটের একেবারে শেষ পর্যায় এসে পৌঁছেছে। সামনেই সপ্তম দফার ভোট। আগামী শনিবার ১ জুলাই ভোট-সপ্তমীকে পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল ও বিজেপি দুই শিবিরই। একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা আসন রয়েছে সপ্তম দফার। অভিষেকের ডায়মন্ড হারবার লোকসভা আসন তো আছেই, তার সঙ্গে রয়েছে কলকাতার ভোটও।

কলকাতা কেন্দ্রিক ভোট ব্যাঙ্ককে দীর্ঘদিন ধরে তৃণমূল নিজেদের দিকে টেনে রেখেছে। বরং জেলাগুলিতে বিজেপির সাফল্য কলকাতার তুলনায় অনেকটা বেশি। কিন্তু এবার বিজেপির টার্গেট বাংলা থেকে আরও বেশি আসনে জয় ছিনিয়ে আনা। আর সেই লক্ষ্যে উত্তর কলকাতা থেকে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে। আগামিকাল সেই তাপস রায়ের সমর্থনে কলকাতার বুকে রোড শো করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই একই দিনে আবার রোড শো করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও।