AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে মোদী, ডোকলামের ঠিক নীচেই সভাস্থল

Narendra Modi: উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সফর একদিন পর অর্থাৎ আগামী ৩১মে, শনিবার রাতে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর সফরে দুটি সরকারি কর্মসূচিও থাকার সম্ভাবনা রয়েছে।

Narendra Modi: অপারেশন সিঁদুরের পর প্রথমবার রাজ্যে মোদী, ডোকলামের ঠিক নীচেই সভাস্থল
ফাইল ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2025 | 6:26 AM

কলকাতা: ঝটিকা সফরে বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সফরের একদিন আগেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আগামী ২৯মে দুপুর ১২টায় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। রয়েছে একটি সরকারি কর্মসূচি ও একটি জনসভাও।

অপারেশন সিঁদুরের পরে এই প্রথম বঙ্গ সফর প্রধানমন্ত্রীর। তাৎপর্যপূর্ণভাবে নরেন্দ্র মোদীর কর্মসূচি রয়েছে হাসিমারা বায়ুসেনা ছাউনির কাছে, আরও স্পষ্টভাবে বলতে গেলে ডোকলামের ঠিক নীচেই। বর্তমানে চর্চার কেন্দ্রে রয়েছে চিকেনস নেক ও উত্তর পূর্বাঞ্চলের সেভেন সিটার্স। এদিকে, নয়া মোড় নিতে শুরু করেছে পড়শি বাংলাদেশের রাজনীতি। এই আবহে প্রধানমন্ত্রীর সভাস্থল হিসেবে আলিপুরদুয়ারকে বেছে নেওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

উত্তরবঙ্গে প্রধানমন্ত্রীর সফর একদিন পর অর্থাৎ আগামী ৩১মে, শনিবার রাতে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। তাঁর সফরে দুটি সরকারি কর্মসূচিও থাকার সম্ভাবনা রয়েছে। ১ জুন, রবিবার আরামবাগে একটি সমবায় সংক্রান্ত কর্মসূচি রয়েছে, অন্যটি সীমান্ত কেন্দ্রিক স্বরাষ্ট্র মন্ত্রকের কর্মসূচি। তারপর ওইদিনই নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপির বিভিন্ন স্তরের নেতাদের নিয়ে বৈঠকের সম্ভাবনা রয়েছে অমিত শাহের। ওই দিনেই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।

সর্বভারতীয় সভাপতি থাকাকালীনই এ রাজ্যের দলীয় সংগঠনের হালহকিকত দেখতেন শাহ। এখন সভাপতি না থাকলেও বঙ্গের দলীয় সংগঠনে কড়া দৃষ্টি রয়েছে তাঁর। সাযুজ্য রেখেই নিউটাউনের হোটেলে অনুষ্ঠিত হওয়া সাংগঠনিক বৈঠকে কতটা ভোট-কৌশল বাতলে দেন মোদী-সেনাপতি , সেদিকেই নজর রয়েছে রাজনীতির কারবারিদের।

মাস কয়েক আগে একাধিকবার স্থির হয়েও শেষ পর্যন্ত অমিত শাহের বঙ্গ সফর স্থগিত হয়েছিল। তাই এবারের সফর নিয়ে নির্দিষ্ট করে এখনই বিজেপি নেতৃত্ব কিছু বলতে নারাজ।

বছর ঘুরলেই বিধানসভা ভোট। উত্তরবঙ্গে নরেন্দ্র মোদীর পরে একদিনের ব্যবধানে দক্ষিণবঙ্গে অমিত শাহের কর্মসূচি। গোটা রাজ্যেই পদ্ম ফোটানোই তাঁদের লক্ষ্য। আলাদা করে কোনও বঙ্গ নয়। এই বার্তা দিতেই কি একদিনের ব্যবধানে দুই বঙ্গে মোদী-শাহ! চর্চায় রাজনৈতিক আলোচকরা।