কলকাতা: হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) গাড়ি লক্ষ্য করে চলে পরপর গুলি। পরপর ৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন সাংসদ। আসাদউদ্দিন গাড়িতে থাকলেও তাঁর গায়ে গুলি লাগেনি বলেই জানা গিয়েছে। তবে তাঁর গাড়ির গায়ে গুলির দাগ স্পষ্ট। সাংসদ নিজেই টুইট করে সেই ছবি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার উত্তর প্রদেশে ভোটের প্রচারে গিয়েছিলেন ওয়াইসি। সেখান থেকে দিল্লির দিকে ফিরছিলেন তিনি। রাজধানীর কাছাকাছি পৌঁছতেই কেউ বা কারা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন ওই সাংসদ। আর তা নিয়েই এ বার যোগী-সরকারকে তোপ বাংলার ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Nawshad Siddique)। জানালেন, যোগী রাজ্যে কোনও আইনের শাসন নেই।
আসাউদ্দিনের গাড়িতে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই সাংসদকে জ়েড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। ঘটনায় আইএসএফ নেতা নওশাদ সুর চড়িয়ে বলেন, “যোগীরাজ্যে আইনের কোনও শাসন নেই। এইভাবে ওয়াইসি সাহেবের গাড়িতে গুলি চালানো হল। প্রাণেও মারা যেতে পারতেন তিনি। সরকারের কাছে আমার অনুরোধ গোটা ঘটনা তদন্ত করে দেখা হোক। এইধরনের ঘটনা কাম্য নয়।”
গুলিকাণ্ডে কারও কোনও আঘাত লাগেনি। সাংসদ নিজে টুইটে লিখেছেন, ‘আমরা সবাই সুরক্ষিত আছি’। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাপুরের অন্তর্গত একটি জায়গায়। দিল্লির টোল প্লাজার একেবারে কাছেই সেই ঘটনাস্থল। হায়দরাবাদের সাংসদ জানিয়েছেন, অন্তত ৩-৪ জন দুষ্কৃতী ছিল সেখানে। তাঁর গাড়ি লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে থাকে তারা। গুলি চালানোর পর অস্ত্র সেখানে ফেলেই চম্পট দেয়। গুলি লেগে তাঁর গাড়ির টায়ার ফেটে যায়। পরে অন্য একটি গাড়িতে দিল্লি ফেরেন তিনি।
I was leaving for Delhi after a poll event in Kithaur, Meerut (UP). 3-4 rounds of bullets were fired upon my vehicle by 2 people near Chhajarsi toll plaza; they were a total of 3-4 people. Tyres of my vehicle (in pic) punctured, I left on another vehicle: Asaduddin Owaisi to ANI pic.twitter.com/ksV6OWb57h
— ANI (@ANI) February 3, 2022
I was leaving for Delhi after a poll event in Kithaur, Meerut (UP). 3-4 rounds of bullets were fired upon my vehicle by 2 people near Chhajarsi toll plaza; they were a total of 3-4 people. Tyres of my vehicle (in pic) punctured, I left on another vehicle: Asaduddin Owaisi to ANI pic.twitter.com/ksV6OWb57h
— ANI (@ANI) February 3, 2022
সাংসদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের এসইউভি গাড়ির গায়ে বুলেটের স্পষ্ট দাগ। দুটি দাগ রয়েছে গাড়ির গায়ে। আর তিন নম্বর বুলেটটা তাঁর গাড়ির চাকায় লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে এ দিন উত্তর প্রদেশের মীরটে তাঁর একটি জনসভা ছিল। আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে উত্তর প্রদেশে। তার আগে প্রচারে গিয়েছিলেন তিনি। আর সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে।
** বাঙালিয়ানার চর্চায় বিশ্বজিৎ চট্টোপাধ্যায়, তন্ময় বোস, অজয় চক্রবর্তী
** বাঙালিয়ানার চর্চায় অতিথি শমীক বন্দ্যোপাধ্যায়, সঞ্জয় মুখোপাধ্যায়, তেজেন্দ্রনারায়ণ মজুমদার
কলকাতা: হায়দ্রাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) গাড়ি লক্ষ্য করে চলে পরপর গুলি। পরপর ৪ রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানিয়েছেন সাংসদ। আসাদউদ্দিন গাড়িতে থাকলেও তাঁর গায়ে গুলি লাগেনি বলেই জানা গিয়েছে। তবে তাঁর গাড়ির গায়ে গুলির দাগ স্পষ্ট। সাংসদ নিজেই টুইট করে সেই ছবি প্রকাশ করেছেন। বৃহস্পতিবার উত্তর প্রদেশে ভোটের প্রচারে গিয়েছিলেন ওয়াইসি। সেখান থেকে দিল্লির দিকে ফিরছিলেন তিনি। রাজধানীর কাছাকাছি পৌঁছতেই কেউ বা কারা তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে জানিয়েছেন ওই সাংসদ। আর তা নিয়েই এ বার যোগী-সরকারকে তোপ বাংলার ভাঙড় বিধায়ক নওশাদ সিদ্দিকীর (Nawshad Siddique)। জানালেন, যোগী রাজ্যে কোনও আইনের শাসন নেই।
আসাউদ্দিনের গাড়িতে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই সাংসদকে জ়েড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হয়েছে। ঘটনায় আইএসএফ নেতা নওশাদ সুর চড়িয়ে বলেন, “যোগীরাজ্যে আইনের কোনও শাসন নেই। এইভাবে ওয়াইসি সাহেবের গাড়িতে গুলি চালানো হল। প্রাণেও মারা যেতে পারতেন তিনি। সরকারের কাছে আমার অনুরোধ গোটা ঘটনা তদন্ত করে দেখা হোক। এইধরনের ঘটনা কাম্য নয়।”
গুলিকাণ্ডে কারও কোনও আঘাত লাগেনি। সাংসদ নিজে টুইটে লিখেছেন, ‘আমরা সবাই সুরক্ষিত আছি’। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের হাপুরের অন্তর্গত একটি জায়গায়। দিল্লির টোল প্লাজার একেবারে কাছেই সেই ঘটনাস্থল। হায়দরাবাদের সাংসদ জানিয়েছেন, অন্তত ৩-৪ জন দুষ্কৃতী ছিল সেখানে। তাঁর গাড়ি লক্ষ্য করে আচমকাই গুলি চালাতে থাকে তারা। গুলি চালানোর পর অস্ত্র সেখানে ফেলেই চম্পট দেয়। গুলি লেগে তাঁর গাড়ির টায়ার ফেটে যায়। পরে অন্য একটি গাড়িতে দিল্লি ফেরেন তিনি।
I was leaving for Delhi after a poll event in Kithaur, Meerut (UP). 3-4 rounds of bullets were fired upon my vehicle by 2 people near Chhajarsi toll plaza; they were a total of 3-4 people. Tyres of my vehicle (in pic) punctured, I left on another vehicle: Asaduddin Owaisi to ANI pic.twitter.com/ksV6OWb57h
— ANI (@ANI) February 3, 2022
I was leaving for Delhi after a poll event in Kithaur, Meerut (UP). 3-4 rounds of bullets were fired upon my vehicle by 2 people near Chhajarsi toll plaza; they were a total of 3-4 people. Tyres of my vehicle (in pic) punctured, I left on another vehicle: Asaduddin Owaisi to ANI pic.twitter.com/ksV6OWb57h
— ANI (@ANI) February 3, 2022
সাংসদের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, সাদা রঙের এসইউভি গাড়ির গায়ে বুলেটের স্পষ্ট দাগ। দুটি দাগ রয়েছে গাড়ির গায়ে। আর তিন নম্বর বুলেটটা তাঁর গাড়ির চাকায় লেগেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে এ দিন উত্তর প্রদেশের মীরটে তাঁর একটি জনসভা ছিল। আগামী ১০ ফেব্রুয়ারি বিধানসভা নির্বাচন শুরু হচ্ছে উত্তর প্রদেশে। তার আগে প্রচারে গিয়েছিলেন তিনি। আর সেখান থেকে ফেরার পথেই এই ঘটনা ঘটে।