Corona Update: রাজ্যে বাড়ল পজিটিভিটি রেট, একদিনের মৃত্যুতে শীর্ষে ফের উত্তর ২৪ পরগনা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Nov 28, 2021 | 9:03 PM

COVID 19: উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এরপরই কলকাতা। একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের।

Corona Update: রাজ্যে বাড়ল পজিটিভিটি রেট, একদিনের মৃত্যুতে শীর্ষে ফের উত্তর ২৪ পরগনা
ফের কলকাতায় বাড়ল করোনা সংক্রমণ। ছবি পিটিআই।

Follow Us

কলকাতা: রাজ্যে টানা কয়েকদিন দৈনিক পজিটিভিটি রেট দু’য়ের ঘরে ছিল। মাঝে শনিবার তা নেমে ১.৮৯ হয়। কিন্তু রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন আবারও উদ্বেগ বাড়াল। এদিন ফের দৈনিক পজিটিভিটি রেট ২.০১ শতাংশ।

রাজ্যে বেড়েছে দৈনিক সংক্রমণও। শনিবার একদিনে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭০১ জন। রবিবার তা বেড়ে ৭১৫ হয়েছে। বেড়েছে দৈনিক মৃত্যুও। শনিবার যা ১১ ছিল, রবিবার তা ১২ হয়েছে। সুস্থ হয়েছেন ৭১৯ জন। সুস্থতার হার ৯৮.৩১ শতাংশ। নমুনা পরীক্ষা হয়েছে ৩৫ হাজার ৫০৯ জনের। সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৮০৪।

উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এরপরই কলকাতা। একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। দক্ষিণ ২৪ পরগনায় ২ জনের মৃত্যু হয়েছে, হুগলিতে মৃত ১। অন্যদিকে জলপাইগুড়িতেও ১ জন মারা গিয়েছেন সংক্রমণে।

এক নজরে দেখে নেওয়া যাক কোন জেলায় কেমন রয়েছে করোনা পরিস্থিতি…

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ২৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫। মৃত্যু: শুক্রবার-০, শনিবার-০, রবিবার-১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।

মালদহ– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

নদিয়া– গতকাল আক্রান্ত ২২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২৬ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ২০ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ২০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।

হুগলি– গতকাল আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১২৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৯ জন। মৃত্যু: শনিবার-৪, রবিবার-৫।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৯ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-২।

কলকাতা– গতকাল আক্রান্ত ২১৪ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০১ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-৩।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation Election 2021: নাম থাকতে পারে ‘শহিদ’ পরিবারের সদস্যের, সোমবারই প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

Next Article