Corona Update: একদিনে রাজ্যে করোনার বলি ৬, চারজনই উত্তর ২৪ পরগনার
Corona Bengal: উত্তর ২৪ ঘণ্টায় একদিনে করোনা আক্রান্ত ১০৮ জন।
কলকাতা: একদিনে সামান্য কমল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। কমল মৃত্যুও। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৫৮৩ জন। মৃত্যু হয়েছে ৬ জনের। শনিবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী একদিনে সংক্রমিত হয়েছিলেন ৬১০ জন। সংক্রমণের বলি হয়েছিলেন ১০ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯১ জন। সুস্থতার হার ৯৮.৩৩ শতাংশ। গত একদিনে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৬ হাজার ৫৭৩টি। পজিটিভিটি রেট ১.৫৯ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা ৭ হাজার ৫৪৮।
কোন জেলায় কী পরিস্থিতি, দেখে নিন এক নজরে
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
নদিয়া– গতকাল আক্রান্ত ২৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
বীরভূম– গতকাল আক্রান্ত ২৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: শনিবার-০, রবিবার-০।
হাওড়া– গতকাল আক্রান্ত ৩০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-০।
হুগলি– গতকাল আক্রান্ত ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৩৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: শনিবার-১, রবিবার-০।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১০২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৬ জন। মৃত্যু: শনিবার-৫, রবিবার-৪।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৬ জন। মৃত্যু: শনিবার-০,রবিবার-০।
কলকাতা– গতকাল আক্রান্ত ২০৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭২ জন। মৃত্যু: শনিবার-২, রবিবার-২।