AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: নতুন ফৌজদারি আইনে প্রথম দিনেই প্রায় ২০০ কেস কলকাতা পুলিশের

Kolkata Police: সোমবার নতুন আইনের ধারা দিয়ে কলকাতা পুলিশ প্রায় ২০০টি কেস করেছে শহরের বিভিন্ন এলাকায়। তার মধ্যে রয়েছে বাঁশদ্রোনী থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলাও। দফায় দফায় ২ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে বাঁশদ্রোনী থানায়।

Kolkata Police: নতুন ফৌজদারি আইনে প্রথম দিনেই প্রায় ২০০ কেস কলকাতা পুলিশের
কলকাতা পুলিশ Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jul 01, 2024 | 8:50 PM
Share

কলকাতা: সোমবার থেকেই দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন তিন ফৌজদারি আইন। ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩। সোমবার নতুন আইনের ধারা দিয়ে কলকাতা পুলিশ প্রায় ২০০টি কেস করেছে শহরের বিভিন্ন এলাকায়। তার মধ্যে রয়েছে বাঁশদ্রোনী থানায় দায়ের হওয়া একটি প্রতারণার মামলাও। দফায় দফায় ২ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে একটি মামলা রুজু হয়েছে বাঁশদ্রোনী থানায়।

প্রসঙ্গত, নতুন তিন ফৌজদারি আইন হওয়ার পর দেশে প্রথম এফআইআর হয়েছে দিল্লিতে। দিল্লি রেল স্টেশনের কাছে এক জল বিক্রেতার বিরুদ্ধে গুটখা বিক্রির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় নতুন ক্রিমিনাল কোডের ২৮৫ ধারায় এফআইআর রুজু হয়েছে ওই জল বিক্রেতার বিরুদ্ধে।

নতুন তিন ফৌজদারি আইন দেশজুড়ে কার্যকর হওয়ার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, নতুন এই তিন আইন ‘শাস্তির বদলে ন্যায়বিচার দেবে মানুষকে’। ব্রিটিশ আমলের বেশ কিছু সেকশন নতুন আইন থেকে বাদ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

তবে কেন্দ্রের এই তিন নয়া ফৌজদারি আইনের কড়া বিরোধিতাও করেছে একাধিক রাজ্য। সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ওই তিন ফৌজদারি আইন অবিলম্বে প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছিলেন মমতা। শুধু বাংলাই নয়, কর্নাটকে কংগ্রেস শাসিত সরকারও এর বিরোধিতা করেছে।