AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kunal on Dev: মিঠুনের সঙ্গে ‘হাত মেলানোয়’ দেবকে আদ্যোপান্ত ধুয়ে দিলেন কুণাল

তবে শুধু দেব নয়, তারকাদের একাংশকে বরাবরই আক্রমণ করেন কুণাল। আরজি করের সময়ও দেখা গিয়েছিল প্রতিবাদী শিল্পীদের একাংশকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা। তিনি বারবার বলেছিলেন, যাঁরা ঘোষিত বিরোধী দল করেন তাঁদের উদ্দেশ্যে কোনও মন্তব্য় করবেন না।

Kunal on Dev: মিঠুনের সঙ্গে 'হাত মেলানোয়' দেবকে আদ্যোপান্ত ধুয়ে দিলেন কুণাল
নাম না করে ফের আক্রমণ দেবকেImage Credit: Facebook
| Edited By: | Updated on: Oct 27, 2025 | 6:22 PM
Share

কলকাতা: বড়দিনে মুক্তি পাচ্ছে প্রজাপতি ২। আবারও সেখানে দেবের সঙ্গে জুটি বাঁধছেন মিঠুন চক্রবর্তী। প্রজাপতির সাফল্যের পর এবার ফের দেখা যাবে তাঁদের। কিন্তু ছবি মুক্তির আগেই ফের একবার তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের টার্গেটে তৃণমূল সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী। তবে তাঁর নাম না করেই আক্রমণ শানিয়েছেন কুণাল। তাঁর বক্তব্য, ভোটের ৬ মাস বাকি। এখন কেন ‘কুৎসাকারীদের’ সঙ্গে থাকবেন তাঁর দলের তারকারা? মিঠুনের সঙ্গে হাতে হাত মিলিয়ে কেন ছবির প্রমোশন করবেন তিনি সেই প্রশ্নই করেছেন তৃণমূল নেতা।

তবে শুধু দেব নয়, তারকাদের একাংশকে বরাবরই আক্রমণ করেন কুণাল। আরজি করের সময়ও দেখা গিয়েছিল প্রতিবাদী শিল্পীদের একাংশকে কটাক্ষ করেছিলেন তৃণমূল নেতা। তিনি বারবার বলেছিলেন, যাঁরা ঘোষিত বিরোধী দল করেন তাঁদের উদ্দেশ্যে কোনও মন্তব্য় করবেন না। তবে যাঁরা তৃণমূলের বিভিন্ন মঞ্চে শো করার পরও সরকারের নিন্দা করছেন তাঁদের মোটেই গ্রাহ্য করা হবে না। আজ আরও একবার সেই একই সুর শোনা গেল কুণালের গলায়।

প্রসঙ্গত, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বারেবারে এ রাজ্যের শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গিয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। রাজনীতির ক্ষেত্রে একাধিকবার নিজের সিনেমার জনপ্রিয় ডায়লগ ব্যবহার করতে দেখা গিয়েছে তাঁকে। এবার সেই মিঠুনের সঙ্গেই কি না দেবের সিনেমা? চরম ক্ষুব্ধ তৃণমূল নেতা কুণাল। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “যে দু’একজন অভিনেতা বিজেপির হয়ে সরকার বদলের ডাক, বাংলার বদনাম, তৃণমূলের বিরুদ্ধে কুৎসা করছেন, আশা করব তৃণমূলের তারকারা এই সময়টায় তাদের সঙ্গে অভিনয়, আদিখ্যেতার কোনও সিনেমা রিলিজ করিয়ে তাদের প্রচার, প্রতিষ্ঠা দেবেন না।”

এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে আরও কয়েকজন তারকার নাম উল্লেখ করেছেন কুণাল ঘোষ। তিনি বলেছেন, “সব্যসাচীবাবু, বাদশা, কমলেশ্বরবাবু, রাহুল অরুণোদয়, পরাণবাবু, অঞ্জনা বসুসহ যাঁরা বাম বা বিজেপি সমর্থক, তাঁদের কখনই এই তালিকায় ধরছি না। কারণ এঁরা দলবদলু নন। তাই আরও বেশি করে কুৎসা করে নজর টানার কোনো প্রবণতাও তাঁদের নেই।” এদের কটাক্ষকেও স্বাগত জানিয়েছেন তৃণমূল নেতা। তবে ভোটের ছ’মাস আগে বিরোধী দলের অভিনেতা তথা কুৎসাকারীর সঙ্গে কেন দলেরই সাংসদ থাকবেন তা নিয়েই প্রশ্ন ছুড়েছেন তিনি।

এখানে উল্লেখ্য, দুর্গাপুজোর সময়ে দেব অভিনীত ‘রঘু ডাকাত’ সিনেমা নিয়ে কম কটাক্ষ করেননি। বিভিন্নভাবে আক্রমণ শানাতে দেখা গিয়েছিল দেবকে। তবে বিরতি পর্ব কাটানোর পর আবারও ময়দানে কুণাল।