Baguiati Suicide: মাটির ভাঁড় দিয়ে প্যান্ডেল বানিয়ে তাক লাগিয়ে ছিলেন, প্রয়াত সেই থিম শিল্পী বন্দন রাহা

Baguiati Suicide: পুলিশ সূত্রে খবর, বাগুইআটির আদর্শপল্লির একটি বাড়িতে ভাড়া থাকতেন থিম শিল্পী বন্দন রাহা। কয়েকদিন আগে তিনি অসুস্থ থাকায় বন্দনবাবুর দাদারা তাঁর বাড়িতে আসেন।

Baguiati Suicide: মাটির ভাঁড় দিয়ে প্যান্ডেল বানিয়ে তাক লাগিয়ে ছিলেন, প্রয়াত সেই থিম শিল্পী বন্দন রাহা
প্রয়াত বন্দন রাহা (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Mar 21, 2023 | 8:31 PM

বাগুইআটি: সালটা ২০০১। দুর্গাপুরে বোসপুকুরের মাটির ভাঁড়ের প্যান্ডেল বানিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। কুড়িয়েছিলেন বাহবা। প্রখ্যাত সেই থিম শিল্পী বন্দন রাহা প্রয়াত হলেন মঙ্গলবার। ফাঁকা বাড়িতে কারোর না থাকার সুযোগকে কাজে লাগিয়ে আত্মহত্যা করলেন শিল্পী। গোটা ঘটনার তদন্তে নেমেছে বাগুইআটি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বাগুইআটির আদর্শপল্লির একটি বাড়িতে ভাড়া থাকতেন থিম শিল্পী বন্দন রাহার দাদা। কয়েকদিন আগে তিনি অসুস্থ থাকায় দাদার বাড়িতে এসে থাকতে শুরু করেন। এরপর মঙ্গলবার বেলা ১২টা নাগাদ সেই বাড়িতে একাই ছিলেন বন্দনবাবু। দাদা ও তাঁর সপরিবার বাইরে ছিলেন সেই সময়। পরে তাঁরা ফিরে এসে দেখেন ঘর ভেতর থেকে ব্ন্ধ। ভাইকে ডাকলে ঘরের ভিতর থেকে কোনও উত্তর দিচ্ছিলেন না তিনি। সেই সময় ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখতে পান গলায় গামছার ফাঁস লাগানো অবস্থায় ফ্যান থেকে ঝুলছে শিল্পী বন্দনের দেহ।

এই বিষয়ে বাড়িওলা জানান, “আমার বাড়িতে যাঁরা ভাড়া থাকত তাঁরা ছোট ভাই কয়েকদিন আগে এখানে এসেছিল। অসুস্থ ছিল শুনেছিলাম। মানসিক অবস্থা ঠিক ছিল না শুনেছিলাম। হয়ত আর রোগের যন্ত্রণা সহ্য করতে পারছিলেন না। সেই কারণে আত্মঘাতী হয়েছেন।”

ঘটনাস্থলে পুলিশ এসে দেহটিকে আরজিকর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটিকে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর,এই ব্যক্তির কয়েকবছর আগে বিবাহ বিচ্ছেদ হয়। পুলিশের প্রাথমিক অনুমান বিবাহ বিচ্ছেদের অবসাদ এবং শারীরিক অসুস্থতার কারণে এমন ঘটনা ঘটাতে পারেন তিনি।তবে কী কারণে এই ঘটনা ঘটলেন তিনি সেই বিষয় তদন্ত করে দেখছে বাগুইহাটি থানার পুলিশ।