Maheshtala: বাজেয়াপ্ত প্রচুর বোমের মশলা, গ্রেফতার RSS কর্মী: পুলিশ
RSS: আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এসপি রাহুল গোস্বামী সেই সময় জানান, গতকাল গোটা এলাকাজুড়ে লাগাতার তল্লাশি চালানো হচ্ছিল। এরপর সন্ধে পৌনে ন'টা নাগাদ বজবজ থানার পুলিশ প্রচুর বোমের মশলা উদ্ধার করে।

কলকাতা: মেটিয়াবুরুজে অশান্তির ঘটনায় আরএসএস (RSS)-এর নাম জড়াল পুলিশ। গণ্ডগোলের পর বজবজে প্রচুর বোমার মশলার উদ্ধার হয়েছে বলে জানানো হয় পুলিশের তরফে। এই ঘটনায় বজবজ এলাকা থেকে গ্রেফতার পাঁচজন। পুলিশের দাবি, এদের মধ্যে একজন RSS-এর সক্রিয় কর্মী।
আজ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ। এসপি রাহুল গোস্বামী সেই সময় জানান, গতকাল গোটা এলাকাজুড়ে লাগাতার তল্লাশি চালানো হচ্ছিল। এরপর সন্ধে পৌনে ন’টা নাগাদ বজবজ থানার পুলিশ প্রচুর বোমের মশলা উদ্ধার করে। এসপি বলেন, “বজবজ থানা বোমের মশলা উদ্ধার করেছে। তিনটে বাইকে করে এই বোমের মশলাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। এই বাইকগুলিও বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, দশ কেজির উপর অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাসের গুঁড়ো, রেড সালফার ও অ্যালুমিনিয়ামের গুড়ো মিলেছে। আমি পরিষ্কার করে বলছি এগুলো বোমা তৈরির কাজে লাগে।”
এসপি এও জানিয়েছেন, এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে একজন হলেন সক্রিয় আরএসএস (RSS) কর্মী। নাম নবীনচন্দ্র রায়। এসপি রাহুল গোস্বামী বলেন, “নবীনবাবু আমাদের জেরায় জানিয়েছেন। ওঁকে রাম নবমীর দিন বাটা মোড়ে পুলিশের সঙ্গে তর্ক-বিতর্কের সময় দেখা গিয়েছে। তার ভিডিয়ো ফুটেজ আছে। পুলিশের ব্যারিকেডও ছুড়ে ফেলছেন।”
উল্লেখ্য, বস্তুত, গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে সন্তোষপুর-রবীন্দ্রনগর এলাকা। আক্রান্ত হন একাধিক পুলিশ। ইটের আঘাতে আহত এক মহিলা পুলিশকর্মীও। যদিও, আহত হওয়া পুলিশ কর্মীদের আঘাত ততটাও গুরুতর নয় বলে জানিয়েছেন এসপি।
বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “সফট টার্গেট আরএসএস। যাঁরা প্রথমে ঘর-ভাঙচুর করেছে তাঁদের খুঁজে পেল না। এখন নবীন রায়কে গ্রেফতার করল। আসলে দোষীদের ছেড়ে দাও। আর বিজেপি আর এসএসকে ধরো।”

