AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের পুজোর থিম অপারেশন সিঁদুর, বড় ঘোষণা সজলের

Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর উদ্বোধনে এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আসতে দেখা গিয়েছে। এবার তাদের পুজোর উদ্বোধনে কে আসবেন, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের পুজোর থিম অপারেশন সিঁদুর, বড় ঘোষণা সজলের
Follow Us:
| Edited By: | Updated on: Jun 15, 2025 | 10:49 PM

কলকাতা: কখনও রামমন্দির। কখনও লালকেল্লা। দুর্গাপুজোর থিমে বারবার চমক দিয়েছে সন্তোষ মিত্র স্ক্যোয়ার। এবারও পুজোর থিমে চমক দিল তারা। এবারে তাদের থিম অপারেশন সিঁদুর। লেবুতলা পার্কের এই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। রবিবার সোশ্যাল মিডিয়ায় সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের পুজোর থিমের কথা ঘোষণা করেন তিনি।

এবার ৯০ তম বর্ষে পা দিল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। আর এই ৯০ তম বর্ষে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরকেই থিম হিসেবে বেছে নিয়েছে তারা। এদিন সোশ্যাল মিডিয়ায় অপারেশন অপারেশন সিঁদুরের ছবি দিয়ে সজল ঘোষ লেখেন, সন্তোষ মিত্র স্কোয়্যারের ৯০ তম বর্ষে।

এর আগে ২০২৩ সালে সন্তোষ মিত্র স্কোয়্যারের থিম ছিল রামমন্দির। অযোধ্যার রামমন্দিরের আদলে সাজিয়ে তোলা হয়েছিল পুজো মণ্ডল। পুজোর উদ্বোধনে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুজো উদ্বোধনের পর শাহ বলেছিলেলেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য।” ২০২২ সালে এই পুজো মণ্ডপের থিম ছিল লালকেল্লা। আর গত বছর অর্থাৎ ২০২৪ সালে সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজোর থিম ছিল লাস ভেগাসের গ্লোব। প্রতি বছর এই পুজো মণ্ডপে উপচে পড়ে দর্শনার্থীদের ভিড়।

সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো উদ্বোধনে অমিত শাহ (ফাইল ফোটো)

প্রত্যেক বছর পুজোর থিমে চমক দেওয়ার চেষ্টা করে সজল ঘোষের পুজো হিসেবে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়্যার। এবার তাদের পুজোর থিম নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল। অবশেষে জল্পনার অবসান ঘটিয়ে সোশ্যাল মিডিয়ায় সজল জানিয়ে দিলেন সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের পুজোর থিম।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাবে গত ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় আঘাত হানে ভারতীয় সেনা। একাধিক জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয়। ভারতীয় সেনার সেই অভিযানই ‘অপারেশন সিঁদুর’। ভারতীয় সেনার এই অভিযান এবার কীভাবে সন্তোষ মিত্র স্কোয়্যার তুলে ধরে, সেটাই দেখার।