AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP: দ্রুত ফেরত পাঠাতে হবে পাকিস্তানিদের, সব জেলা শাসকের দফতরে অভিযান বিজেপির

BJP: ইতিমধ্যেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে বিজেপির দফতর থেকে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন।

BJP: দ্রুত ফেরত পাঠাতে হবে পাকিস্তানিদের, সব জেলা শাসকের দফতরে অভিযান বিজেপির
কী বলছেন সুকান্ত? Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2025 | 12:38 PM

কলকাতা: ভারত সরকারের নির্দেশ মেনে পাকিস্তান নাগরিকদের চিহ্নিত করে ফেরত পাঠাও। এই দাবিতে সোমবার রাজ্যের প্রতিটি জেলা শাসকের অফিসের সামনে বিক্ষোভ, অবস্থান ধর্না কর্মসূচি বঙ্গ বিজেপির। প্রতিটি জেলায় দলের পরিচিত মুখেরা থাকবেন। এই বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গ বিজেপি নেতৃত্ব।

এই রাজ্যে এখন লং টার্ম ভিসা রয়েছে ৬৫ জন পাকিস্তান নাগরিকের। যাদের ভিসার মেয়াদ ফুরিয়েছে। তাদের ভারত  সরকারের নির্দেশ মেনে দ্রুত ফেরত পাঠাক রাজ্য সরকার। এই দাবিকে সামনে রেখেই মাঠে নামতে চলেছে পদ্ম শিবির। 

রাজনীতির কারবারিদের অনেকের মতে, এই কর্মসূচির মধ্যে দিয়ে রাজ্য সরকারের উপর চাপ বাড়ানো যেমন বিজেপির কৌশল, তেমনই মেরুকরণকে আরও স্পষ্ট করার লক্ষ্য রয়েছে পদ্ম শিবিরের। সেই সঙ্গে জাতীয়তাবাদের আবেগকেও উস্কে দেওয়াও কি এই কর্মসূচি অন্যতম উদ্দেশ্য? চর্চা চলছে রাজনীতির উঠোনে। এদিন রাজ্যের বিভিন্ন জেলাতেই এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হবেন বিজেপির রাজ্য ও জেলা নেতৃত্ব। প্রসঙ্গত, একদিন আগেই হুগলির চন্দননগর থেকে এক পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। তা নিয়েও চলছে চাপানউতোর। 

ইতিমধ্যেই বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বালুরঘাটে বিজেপির দফতর থেকে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানেই তিনি প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, “গতকাল আমরা জানতে পেরেছি এক মহিলাকে পুলিশ পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে। সেই মহিলা বিয়ে করে ৩০ বছর ধরে এখানে ঘর সংসার করছে। তাঁর আশপাশের লোকজন কেউ জানেই না সে পাকিস্তানের নাগরিক। এখন তাঁকে গ্রেফতার করেছে। এতদিনে একজন! আমরা জানি না কতজন পাকিস্তানে আছে!”