MLA Oath-Taking Ceremony: নতুন দুই বিধায়ককে শপথ পড়াবেন কে? রাজভবনের চিঠিতে নেই নাম

Sayantika Banerjee: লোকসভা ভোটের সঙ্গে বরাহনগর ও ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হয়েছিল। দুই কেন্দ্রেই জেতে তৃণমূল। বরাহনগরে জেতেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় জয়ী হন রেয়াত হোসেন। তাঁদের শপথ নিয়ে তৈরি হয় জটিলতা। তবে ২৬ জুন অর্থাৎ বুধবার শপথবাক্য পাঠ করানো হতে পারে বলে রাজভবন সূত্রে খবর।

MLA Oath-Taking Ceremony: নতুন দুই বিধায়ককে শপথ পড়াবেন কে? রাজভবনের চিঠিতে নেই নাম
রাজভবন (ফাইল ছবি)Image Credit source: twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 22, 2024 | 5:44 PM

কলকাতা: নবনির্বাচিত দুই বিধায়কের শপথবাক্য পাঠ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে সে জট কাটতে চলেছে বলে খবর। রাজভবন সূত্রের খবর, রাজ্যপাল দুই বিধায়ককে চিঠি দিয়েছেন। ২৬ জুন দুপুর ১২টায় তিনি সময় দিয়েছেন।

লোকসভা ভোটের সঙ্গে বরাহনগর ও ভগবানগোলা বিধানসভায় উপনির্বাচন হয়েছিল। দুই কেন্দ্রেই জেতে তৃণমূল। বরাহনগরে জেতেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ভগবানগোলায় জয়ী হন রেয়াত হোসেন। তাঁদের শপথ নিয়ে তৈরি হয় জটিলতা। তবে ২৬ জুন অর্থাৎ বুধবার শপথবাক্য পাঠ করানো হতে পারে বলে রাজভবন সূত্রে খবর।

যদিও এ নিয়ে অধ্যক্ষ কিংবা পরিষদীয় দলনেতার কাছে কোনও চিঠি যায়নি বলেই খবর। সূত্রের খবর, রাজভবন থেকে যে চিঠি এসেছে, সেখানে ২৬ তারিখ দুই বিধায়ককে শপথবাক্য পাঠ করানোর কথা বলা হয়েছে। কিন্তু কে সেই শপথ পড়াবেন তার উল্লেখ নেই চিঠিতে।

এ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, “এটা অপমানজনক। কাকে দিয়ে শপথ গ্রহণ করানো হবে, সেটা বলা হয়নি। মনোনীত ব্যক্তির কথা বলা হয়েছে এখানে, একজন নির্বাচিত জনপ্রতিনিধির কাছে তা যথেষ্ট অপমানজনক।”

বরাহনগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটি চিঠি শুক্রবার তাঁর কাছে এসেছে। কিন্তু দলের নির্দেশ না পেলে তিনি যাবেন না। অন্যদিকে রেয়াত হোসেন জানান তিনি চিঠি পাননি।

সায়ন্তিকা ও রেয়াতের শপথগ্রহণ সংক্রান্ত বিষয় নিয়ে প্রথম থেকেই নানা জটিলতা অব্যাহত। নতুন বিধায়কদের শপথের জন্য চিঠি পাঠানো হয় রাজভবনে। বরাবর সে চিঠি যায় রাজ্যের পরিষদীয় দফতরের তরফে। তবে এবার বিধানসভার সচিবালয় থেকে সেই চিঠি গিয়েছে বলে খবর। এ নিয়ে একটা টানাপোড়েন শুরু হয় প্রথম থেকেই। রাজভবন থেকে বেশ কিছুদিন পর শপথ নিয়ে চিঠি এলেই কে তা পড়াবেন তা নিয়ে উঠছে প্রশ্ন।