Partha Chatterjee: ‘আপনি চুপ করে থাকুন…’, এক মাস পর সাংবাদিকদের দেখেই ‘গর্জন’ পার্থর
Partha Chatterjee: শুধুমাত্র এই একটাই লাইন। আর কোনও কথা বলতে চাননি পার্থ। তাঁর উদ্দেশে সাংবাদিকদের আরও বেশ কয়েকটি প্রশ্ন যায়। কিন্তু দৃশ্যত ভাবলেশহীনভাবেই এগোতে থাকেন পার্থ।

কলকাতা: এক মাসের ব্যবধান। এরই মধ্যে নিয়োগ দুর্নীতিতে জল গড়িয়েছে অনেকটা। এক মাস পর সোমবার সশরীরে সিবিআই আদালতে পেশ করানো হয় পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। ভার্চুয়ালি শুনানির ক্ষেত্রে কিছু জটিলতা ছিল, সেই কারণেই সশরীরে হাজিরা বলে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই সাংবাদিকরাও পার্থর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিলেন সকাল থেকেই। সকাল ১০টার কিছুটা পর আলিপুর আদালত চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসেন তদন্তকারীরা। নীল রঙা পাঞ্জাবিতে পার্থকে এদিন দৃশ্যত বিধ্বস্ত লাগছিল। গাড়ি থেকে নামতেই তাঁর উদ্দেশে ছুটে যায় সাংবাদিকদের প্রশ্নবাণ। এক সাংবাদিক প্রশ্ন করেন, “পার্থ দা আপনার বিরুদ্ধে যে এত অভিযোগ উঠছে, আপনি কি কিছু বলবেন?” একটা আপাত সহজ ও অত্যন্ত প্রাসঙ্গিক একটা প্রশ্ন। এক সাংবাদিক এই প্রশ্ন করতেই পার্থ না তাকিয়ে সরাসরি উত্তর দেন, ‘আপনি চুপ করে থাকুন…’
শুধুমাত্র এই একটাই লাইন। আর কোনও কথা বলতে চাননি পার্থ। তাঁর উদ্দেশে সাংবাদিকদের আরও বেশ কয়েকটি প্রশ্ন যায়। কিন্তু ভাবলেশহীনভাবেই এগোতে থাকেন পার্থ। সাদা পোশাকের পুলিশ রীতিমতো ঘিরে রাখেন পার্থ চট্টোপাধ্যায়কে। মুখে কুলুপ এঁটেই আদালতে ঢুকে যান তিনি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতারির পর প্রথম থেকে যতবারই আদালতে পেশ করা হয় তাঁকে, ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর অবশ্য পার্থ চট্টোপাধ্যায়ের নিরাপত্তার কথা ভেবে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়। কিন্তু ভার্চুয়াল শুনানিতে কিছু জটিলতা দেখা যায়।
আদালত প্রাক্তন মন্ত্রীকে সশরীরে হাজির করানোর নির্দেশ দেয়। সেই মতোই সোমবার কোর্টে হাজিরা দেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এদিন তাঁর সঙ্গে আদালতে পেশ করা হয় এসপি সিনহা, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য -সহ ৬ জনকে। সিবিআই ইতিমধ্যেই চার্জশিটে পার্থর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছে। সিবিআই-এর দাবি, নিয়োগ দুর্নীতিতে গোটা প্ল্যানটাই পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত, তিনিই নিজের পছন্দের কর্তাদের নিয়ে টিম বানাতেন। আর দুর্নীতিতে কেউ আপস না করলে পড়তে হত তাঁরই কোপে! মনে করা হচ্ছে, এই সব তথ্যই আদালতে পেশ করতে চলেছেন তদন্তকারীরা। সেক্ষেত্রে এটি পার্থর জন্য আরও বেশি চাপের বলে মনে করা হচ্ছে।





