AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Passport: জারি করা হল লুক আউট নোটিস, বিমানবন্দর ও স্থলবন্দরে চরম সতর্কতা! কোন বড় বিপদবাণীতে চরম পদক্ষেপ কলকাতার গোয়েন্দাদের?

Passport: জাল পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে জোড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। লুকআউট নোটিস জারি করলে সতর্ক থাকতে বিভিন্ন বিমান বন্দর ও স্থলবন্দর। ওই পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করলে পাকড়াও করা সহজ হবে।

Passport: জারি করা হল লুক আউট নোটিস, বিমানবন্দর ও স্থলবন্দরে চরম সতর্কতা! কোন বড় বিপদবাণীতে চরম পদক্ষেপ কলকাতার গোয়েন্দাদের?
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Edited By: | Updated on: Jan 10, 2025 | 4:17 PM
Share

কলকাতা: গত এক বছরে ইস্যু হওয়া ৭০ টিরও বেশি পাসপোর্টে লুক আউট নোটিস জারি করল কলকাতা পুলিশ। ভুয়ো নথি দিয়ে তৈরি পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে বড় পদক্ষেপ করা হয়েছে। গোয়েন্দারা তদন্তে জানতে পেরেছেন, এই পাসপোর্টগুলি কলকাতা পুলিশ এলাকার ঠিকানায় তৈরি। কলকাতা পুলিশের সন্দেহ, এই পাসপোর্টগুলি ভুয়ো নথি দিয়ে তৈরি করা হয়েছে। জাল পাসপোর্টের মালিকদের চিহ্নিত করতে জোড়া পদক্ষেপ কলকাতা পুলিশের। লুকআউট নোটিস জারি করলে সতর্ক থাকতে বিভিন্ন বিমান বন্দর ও স্থলবন্দর। ওই পাসপোর্ট ব্যবহার করে ভ্রমণ করলে পাকড়াও করা সহজ হবে।

অন্যদিকে, অভিবাসন দফতরের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, ওই নির্দিষ্ট পাসপোর্টগুলো দিয়ে কোথাও ভ্রমণ করা হয়েছে। সেখান থেকে পাসপোর্টের মালিকদের পরিচয় ও অবস্থান জানা সহজ হবে বলে মনে করছেন গোয়েন্দারা। পাশাপাশি আঞ্চলিক পাসপোর্ট অফিসে, পাসপোর্টগুলি বানানোর সময়ে যে পেমেন্ট করা হয়েছে অনলাইনে, সেই তথ্য বিশ্লেষণ করে অ্যাকাউন্ট নম্বরের ভিত্তিতে পাসপোর্টের আবেদনকারীকে চিহ্নিত করার চেষ্টা করছেন গোয়েন্দারা। কিন্তু তারপরও গোয়েন্দারা বলছেন, ভুয়ো পাসপোর্টের মালিকদের চিহ্নিত করা সময়সাপেক্ষ ও কঠিন তাঁদের কাছে।