Hematology: কলকাতা মেডিক্যালে চালু পেডিয়াট্রিক হেমাটোলজি ওয়ার্ড, সাজিয়ে তোলা হয়েছে ‘প্লে রুম’ও

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Jul 01, 2022 | 5:03 PM

Hematology: হেমাটোলজি বিভাগে খুদেদের রেখে চিকিৎসা করাটা ছিল জরুরি। সঙ্গে খেলতে না পেরে শিশুরা যাতে মনমরা না হয় সেটাও ভাবিয়ে তুলেছিল কলকাতা মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের চিকিৎসকদের।

Hematology: কলকাতা মেডিক্যালে চালু পেডিয়াট্রিক হেমাটোলজি ওয়ার্ড, সাজিয়ে তোলা হয়েছে প্লে রুমও
কলকাতা মেডিক্যালে চালু পেডিয়াট্রিক হেমাটোলজি ওয়ার্ড

Follow Us

কলকাতা : খুদে প্রাণগুলির খেলার মাঠ, স্কুল বারান্দা, ক্লাসরুম দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু রক্তের অসুখে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় শুয়ে থাকাই ভবিতব্য তাদের। হেমাটোলজি বিভাগে খুদেদের রেখে চিকিৎসা করাটা ছিল জরুরি। সঙ্গে খেলতে না পেরে শিশুরা যাতে মনমরা না হয় সেটাও ভাবিয়ে তুলেছিল কলকাতা মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের চিকিৎসকদের। দুইয়ের‌ই মুশকিল আসানের মন্ত্রোচ্চারণে বৃহস্পতিবার মেডিক্যালে উদ্বোধন হল ১০ শয্যার পেডিয়াট্রিক হেমাটোলজির।

কলকাতা মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান মৈত্রেয়ী ভট্টাচার্য বলেন, “এটি ভীষণই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের এখানে ছোটদের জায়গা দেওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা ছিল। প্রচুর বাচ্চা আসছিল, কিন্তু আমরা তাঁদের ফিরিয়ে দিতে বাধ্য হচ্ছিলাম জায়গা ছিল না বলে। পেডিয়াট্রিক হেমাটোলজিতে যে ম্যালিগন্যান্সিগুলি হয় সেগুলি বেশিরভাগই কিউরেবল। কিন্তু সেই কিউরেবল বাচ্চাদেরও আমরা জায়গা দিতে পাচ্ছিলাম না। আমরা আজ সত্যিই কলেজ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ যে তাঁরা এই জায়গা দিয়েছেন। ভবিষ্যতে আমরা সবাই মিলে চেষ্টা করে আরও অনেক অনেক বাচ্চাদের সারিয়ে তুলতে পারব, সেই আশা রাখি।”

নতুন ওয়ার্ডের জন্য রক্তের অসুখে আক্রান্ত শিশুদের শয্যার ব্যবস্থার খানিক সুরাহা হল ঠিক‌ই। কিন্তু অর্থের অভাবে থমকে রয়েছে অস্থি মজ্জা প্রতিস্থাপনের চিকিৎসা। বুধবার‌ও এক রোগীকে ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে হেমাটোলজি বিভাগ। অর্থের জোগানের জন্য বৃহস্পতিবার রোগী কল্যাণ সমিতির বৈঠকে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন চেয়ারম্যান সুদীপ্ত রায়। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায় এই বিষয়ে জানিয়েছেন, “আমরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছি। এখানে যাতে বোন ম্যারো প্রতিস্থাপনের জন্য অর্থ সংস্থান যাতে করা যায়, সেটি নিয়ে আলোচনা হয়েছে। একটি ফান্ড তৈরি করা হচ্ছে যাতে বোন ম্যারো প্রতিস্থাপন হয়।”

পেডিয়াট্রিক হেমাটোলজির পাশাপাশি এদিন নির্দিষ্ট তাপমাত্রায় ওষুধ সংরক্ষণের জন্য কোল্ড চেনের‌ও উদ্বোধন হয়। রাজ্যের প্রথম কোন‌ও মেডিক্যাল কলেজে এ ধরনের কোল্ড চেন স্টোরের উদ্বোধন হল।