AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতায় ফেজ-৩ ট্রায়াল হবে স্পুটনিক ভি-র! ছাড়পত্র দিল পিয়ারলেস

মোট ১০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে ট্রায়াল হবে পিয়ারলেসে। যেখানে ৭৫ জনকে দেওয়া হবে ভ্যাকসিনের দুটি ডোজ়।

কলকাতায় ফেজ-৩ ট্রায়াল হবে স্পুটনিক ভি-র! ছাড়পত্র দিল পিয়ারলেস
প্রতীকী চিত্র
| Edited By: | Updated on: Dec 17, 2020 | 9:54 PM
Share

কলকাতা: এবার রাশিয়ার করোনা প্রতিষেধক স্পুটনিক ভি-র ট্রায়াল হবে কলকাতায়। বৃহস্পতিবারই স্পুটনিকের (Sputnik V) ট্রায়ালের জন্য ছাড়পত্র দিয়েছে পিয়ারলেসের এথিক্স কমিটি। গবেষণার মূল পর্যবেক্ষক শুভ্রজ্যোতি ভৌমিক জানিয়েছেন স্পুটনিকের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের জন্য সবুজ সঙ্কেত মিলেছে। নতুন বছরেই পিয়ারলেসে শুরু হবে ফেজ-৩ ট্রায়াল।

কলকাতায় এর আগে স্পুটনিকের দ্বিতীয় পর্বের ট্রায়াল শুরু হওয়ার কথা ছিল সাগর দত্ত মেডিক্যাল কলেজে। কিন্তু স্বাস্থ্য দফতরের টালবাহানার জেরে এখনও পর্যন্ত দ্বিতীয় পর্যায় তো শুরুই হয়নি, তৃতীয় পর্যায়ের ট্রায়াল কবে তাও অনিশ্চিত। বেলেঘাটার নাইসেডে কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে। তারই মধ্যে রুশ ভ্যাকসিনের ট্রায়ালের অনুমোদনের কথা জানালেন পিয়ারলেস কর্তৃপক্ষ।

মোট ১০০ জন স্বেচ্ছাসেবককে নিয়ে ট্রায়াল হবে পিয়ারলেসে। যেখানে ৭৫ জনকে দেওয়া হবে ভ্যাকসিনের দুটি ডোজ়। ২১ দিনের ব্যবধানে ভ্যাকসিন পাবেন স্বেচ্ছাসেবকরা। ৪২ দিনে করোনা প্রতিষেধক দেওয়া শেষ হয়ে গেলে, তারপর দেখা হবে স্বেচ্ছাসেবকদের দেহে করোনার অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা। সেই মতোই প্রকাশিত হবে ট্রায়ালের ফলাফল।

ট্রায়ালের ফলাফল সংক্রান্ত সব তথ্য তুলে দেওয়া হবে কেন্দ্রীয় সরকারের কাছে। ফলাফলের তথ্য ইতিবাচক হলে এরপর মিলতে পারে ড্রাগ কন্ট্রোলার অব জেনারেলের আপদকালীন অনুমোদন। এখনও দেশে অনুমোদন চেয়ে আবেদন করেছে তিনটি সংস্থা। কোভিশিল্ডের অনুমোদন চেয়ে আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট। ভারত বায়োটেক আবেদন করেছে কোভ্য়াকসিনের জন্য। ফাইজ়ারও ভারতে করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করেছে। তবে এখনও কোনও প্রতিষেধককেই অনুমোদন দেননি ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া। কিন্তু চিকিৎসক শুভ্রজ্যোতি ভৌমিকের কথায়, “রিপোর্ট ইতিবাচক হলে জরুরি ভিত্তিতে অনুমোদনের সম্ভাবনা তৈরি হতে পারে।”

আরও পড়ুন: ফাইজ়ারের টিকা নেওয়ার পর অ্যালার্জির সমস্যা, চিন্তায় পড়েছেন গবেষকরা!

দেশে স্পুটনিকের করোনা প্রতিষেধক এসেছে অনেক আগেই। ডঃ রেড্ডিজ ল্যাবের হাত ধরে ভারতে এসেছিল স্পুটনিক ভি। ইতিমধ্যেই দেশের বিভিন্ন জায়গায় ট্রায়াল হয়েছে রুশ ভ্যাকসিনের। বিশ্বে সর্ব প্রথম আপদকালীন অনুমোদন পেয়েছিল এই রুশ ভ্যাকসিন।