জলপাইগুড়ি: অধ্যক্ষের বিরুদ্ধে ক্ষোভ ছিল কলেজের শিক্ষক, শিক্ষাকর্মী এমনকী পড়ুয়াদের মধ্যেও ছিল ক্ষোভ। এমনকী অধ্যাপকিকাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করারও অভিযোগ উঠেছিল জলপাইগুড়ির (Jalpaiguri) আনন্দ চন্দ্র কলেজে অব কমার্সে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা জেলাজুড়ে। এবার সেই কলেজেই এক অধ্যাপিকার সঙ্গে হেড ক্লার্কের ‘ঘনিষ্ঠ’ মুহূর্তের ছবি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে। ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতেও। পড়ুয়া মহল তো বটেই বর্তমানে নাগরিক মহলেও ঘুরছে সেই ছবি।
সূত্রের খবর, প্রিন্সিপাল পদত্যাগ আন্দোলন নামে একটি হোয়াটস অ্যাপ গ্রুপে জলপাইগুড়ির ওই কলেজের এক অধ্যাপিকা এবং কলেজের হেড ক্লার্কের একটি ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ভাইরাল হয়েছে। যাতে ক্যাপশন দেওয়া হয়েছে ‘দারুণ খেলা হবে’। ছবিটি এখন কলেজের পড়ুয়াদের পাশাপাশি শহরের বিভিন্ন লোকেদের মোবাইলে ঘুরছে। সেই ছবি এখন বিতর্কের কেন্দ্র বিন্দু হয়ে দাঁড়িয়েছে। যদিও আন্দোলনকারী অধ্যাপক, অধ্যাপিকা এবং অশিক্ষক কর্মচারীদের দাবি এটা ভুয়ো ছবি। একটি গ্রুপ ছবি থেকে এই ছবি ক্রপ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তাঁদের বক্তব্য কলেজের এক কর্মীরা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে কলেজের মধ্যে তোলা হয়েছিল ওই ছবি। তারপর তা ভাইরাল করা হয়েছে।
এই কাজের পিছনে অধ্যক্ষের হাত রয়েছে বলে দাবি করেছেন অনেকেই। অভিযোগ করেছেন ওই অধ্যাপিকা ও হেড ক্লার্কও। জলপাইগুড়ির এই কলেজের প্রিন্সিপাল ডক্টর সিদ্ধার্থ সরকারের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ নিয়ে গত কয়েকদিন ধরে কলেজে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। তাই তাঁর বিরুদ্ধে যাঁরা অভিযোগ তুলেছেন তাঁদের শায়েস্তা করতেই অধ্যক্ষ এই কাজ করেছেন বলে অভিযোগ। কলেজের ফোর্থ সেমিষ্টারের ছাত্র সৌপ্তিক বোস বলেন, হোয়াটস অ্যাপ গ্রুপে এই ছবি ভাইরাল হয়েছে। এই ধরনের কাজের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বিষয়টি নিয়ে আমরা প্রিন্সিপালের দারস্থ হব। এ বিষয়ে অধ্যক্ষ সিদ্ধার্থ সরকার বলেন, “এই ছবি আমি সাংবাদিকদের কাছ থেকে প্রথম দেখলাম। এই নিয়ে আমি এখন কোনও মন্তব্য করব না”।