AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mausam Benazir Noor: লা মার্টসের ছাত্রী ছিলেন গনি খানের ভাগ্নি, কদ্দূর লেখাপড়া করেছেন বারবার দল বদলানো মৌসম?

Mausum Benazir Noor Educational Qualification: ইতিমধ্যে তৃণমূল থেকে পদত্যাগের চিঠি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন বলে জানান মৌসম। সোমবারই রাজ্যসভা থেকে পদত্যাগ করকে চলেছেন। পার্লামেন্টে গিয়ে চিঠি দিয়ে আসবেন বলে নিজেই জানিয়েছেন। অন্যদিকে ভোটের মুখে মৌসমকে পেয়ে উচ্ছ্বসিত কংগ্রেস।

Mausam Benazir Noor: লা মার্টসের ছাত্রী ছিলেন গনি খানের ভাগ্নি, কদ্দূর লেখাপড়া করেছেন বারবার দল বদলানো মৌসম?
কী বলছে তথ্য? Image Credit: TV 9 Bangla GFX
| Updated on: Jan 03, 2026 | 4:52 PM
Share

কলকাতা: ৭ বছরেই জোড়াফুলে মোহভঙ্গ। আবার হাত ধরলেন গনি খানের ভাগ্নি। রাজ্য়সভার সাংসদ হিসাবে মেয়াদ শেষের ৪ মাস আগেই দল বদল মৌসম বেনজির নুরের। ২০১৯ সালের লোকসভা ভোটের আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ। ৭ বছরের মাথায় ছাব্বিশের বিধানসভা ভোটের আগে কংগ্রেসে প্রত্যাবর্তন। দিল্লিতে কংগ্রেস দফতরে দিয়ে যোগদান মৌসমের। তা নিয়েই এখন জোর চর্চা উত্তর থেকে দক্ষিণের রাজনৈতিক আঙিনায়।  

তৃণমূল থাকার সময় মালদহ জেলা তৃণমূলের সভানেত্রীর দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ২০০৯ সাল থেকে ১০১৪ সাল পর্যন্ত মালদহ উত্তরের সাংসদ ছিলেন। ২০১৯ সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে। ২০২০ সালে তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তথ্য বলছে তিনি শুরুতে পড়াশোনা করেন লা মার্টিনিয়ার কলকাতায়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন ডিগ্রি অর্জন করেন। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বলছে, ২০০৫ সালে হাজরা ল কলেজ থেকে এলএলবি পাস করেন। কর্মজীবনে ফক্স অ্যান্ড মণ্ডল নামে একটি আইনি সংস্থায় কাজ করেছিলেন। রাজনীতিতে নাম লেখানোর আগে দুই বছর ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে প্রাকটিসও করেছিলেন। 

ইতিমধ্যে তৃণমূল থেকে পদত্যাগের চিঠি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন বলে জানান মৌসম। সোমবারই রাজ্যসভা থেকে পদত্যাগ করকে চলেছেন। পার্লামেন্টে গিয়ে চিঠি দিয়ে আসবেন বলে নিজেই জানিয়েছেন। অন্যদিকে ভোটের মুখে মৌসমকে পেয়ে উচ্ছ্বসিত কংগ্রেস। মৌসমের যোগদানের মঞ্চ থেকে তৃণমূলকে খোঁচাও দিতে দেখা যায় জয়রাম রমেশ এবং গুলাম আহমেদ মীরদের। গুলাম মীর তো স্পষ্টই বলেন, মৌসমের যোগদান বুঝিয়ে দিল, বাংলায় কংগ্রেস জিন্দা হ্যায়। বাংলায় সব স্তরে কংগ্রেসকে আমরা মজবুত করার চেষ্টা করছি।