Primary TET: রাজপথে দাঁতে দাঁত লাগছে পূর্বসূরীদের, তার মধ্যেই আবারও টেট! কীভাবে? বৈঠক ডাকল পর্ষদ

সুমন মহাপাত্র | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 25, 2023 | 11:08 AM

Primary TET: শুক্রবার রাজ্যে কলেজ স্ট্রিট থেকে ২০২২ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা আন্দোলন করলেন। কয়েকজন যতীন দাস পার্ক থেকে কালীঘাট পর্যন্ত যেতে গিয়ে গ্রেফতারও হয়েছিলেন। কয়েক জন আবার বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে

Primary TET: রাজপথে দাঁতে দাঁত লাগছে পূর্বসূরীদের, তার মধ্যেই আবারও টেট! কীভাবে? বৈঠক ডাকল পর্ষদ
রাতভর রাস্তায় চাকরি প্রার্থীরা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: এখনও নিয়োগ প্রক্রিয়াই এগোয়নি ২০১৭ ও ২০২২-এর টেটের। তার মধ্যে ১০ ডিসেম্বর ফের রাজ্যে প্রাইমারি টেট পরীক্ষা। কিন্তু বিষয়টা নিয়ে তৈরি হতে পারে জটিলতা, মনে করছেন শিক্ষাবিদরা। এরইমধ্যে আলোচনা করতে ২৯ নভেম্বর বৈঠক ডাকল পর্ষদ। বেলা তিনটের সময়ে সব জেলার DPSC চেয়ারম্যানদের নিয়ে বৈঠকে বসবে পর্ষদ।

প্রসঙ্গত, শুক্রবার রাজ্যে কলেজ স্ট্রিট থেকে ২০২২ সালের টেট পাশ চাকরিপ্রার্থীরা আন্দোলন করলেন। কয়েকজন যতীন দাস পার্ক থেকে কালীঘাট পর্যন্ত যেতে গিয়ে গ্রেফতারও হয়েছিলেন। কয়েক জন আবার বিক্ষোভ দেখাতে গিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে। রাজ্যে চাকরিপ্রার্থীদের আন্দোলন অব্যাহত। ২০১৭ সালে টেট হয়েছে, ২০২২ সালে টেট হয়েছে, কিন্তু একজনেরও চাকরি হয়নি। তারই মধ্যে আবার ২০২৩ সালের টেট পরীক্ষা হবে ১০ ডিসেম্বর। এই পরীক্ষা কীভাবে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায়, তা নিয়েই বৈঠক।

তবে ২০১৭ ও ২০২২ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কী হবে, তার কোনও সদুত্তর আপাতত নেই পর্ষদের কাছেও। কারণ কেবল ‘১৭ কিংবা ‘২২ সাল তো বটেই, তার আগেই ‘১৪ সালের টেট উত্তীর্ণদের ‘ব্যাক লগ’ নিয়ে ভাবতে হবে। কারণ তাঁরাও অপেক্ষায় রয়েছেন। ইতিমধ্যেই এই নিয়ে একাধিক মামলায় জর্জরিত পর্ষদ। কাউন্সিলিং করে তাঁদের নিয়োগের তারিখ দিতে হবে। শিক্ষাবিদরাই বলছেন, এটা একটা দীর্ঘায়িত প্রক্রিয়া।

প্রশ্ন হচ্ছে, পুরনো প্রক্রিয়া সম্পন্ন না করেই কেন আবার পরবর্তী নিয়োগের পরীক্ষা? পর্ষদের বক্তব্য, যেহেতু কেন্দ্রের আইনে প্রত্যেক বছর টেট নেওয়ার কথা বলা রয়েছে, তারা সেই মতোই চলছে। কিন্তু পাশ করেও চাকরির মুখ দেখেননি, তাঁরা কী করবেন, প্রশ্ন তো থাকছেই। প্রসঙ্গত, এবার  প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদনের খরচও বেড়েছে। তা নিয়ে অবশ্য খোঁচা দিতে ছাড়েননি রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Next Article