কলকাতা: বারাসতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভা থেকে হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও উপস্থিত সকলকে বার্তা দিলেন মোদী। বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষায় তৃণমূলকে আক্রমণ নমোর। এদিন বক্তব্যের একেবারে শুরুতে, স্পষ্ট বাংলায় নরেন্দ্র মোদী বললেন, “বাংলার মা বোনেরা আর আমার ভাই বন্ধুকে প্রণাম জানাই।” মোদী যখন এ বার্তা দিচ্ছেন, তখন দর্শকাসনে থাকা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত।
কিছুদিন আগেই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব নরেন্দ্র মোদীর পরিবার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন। এদিন বারাসতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার জবাবও দেন বাংলাতেই। বলেন, “ওরা জানতে চায় মোদীর পরিবার কোথায়? এটাই তো আমার পরিবার। বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো।”
সন্দেশখালি প্রসঙ্গেও এদিন বাংলাতেই নরেন্দ্র মোদী নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। মোদী বলেন, “মা বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে।” নরেন্দ্র মোদীর মুখে বাংলায় বার্তা শুনে উচ্ছ্বসিত দলের কর্মীরা। এমনকী বিধায়ক, সাংসদ, নেতা-নেত্রী যাঁরা মোদীর মঞ্চে বসেছিলেন, সকলেই দারুণ খুশি। হাসি, হাততালিতে বারবার তা বুঝিয়ে দিচ্ছিলেন সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারীরা।
কলকাতা: বারাসতে বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ছিল। সেই সভা থেকে হিন্দির পাশাপাশি বাংলা ভাষাতেও উপস্থিত সকলকে বার্তা দিলেন মোদী। বাংলায় দাঁড়িয়ে বাংলা ভাষায় তৃণমূলকে আক্রমণ নমোর। এদিন বক্তব্যের একেবারে শুরুতে, স্পষ্ট বাংলায় নরেন্দ্র মোদী বললেন, “বাংলার মা বোনেরা আর আমার ভাই বন্ধুকে প্রণাম জানাই।” মোদী যখন এ বার্তা দিচ্ছেন, তখন দর্শকাসনে থাকা কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত।
কিছুদিন আগেই আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব নরেন্দ্র মোদীর পরিবার প্রসঙ্গ তুলে মন্তব্য করেন। এদিন বারাসতে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী তার জবাবও দেন বাংলাতেই। বলেন, “ওরা জানতে চায় মোদীর পরিবার কোথায়? এটাই তো আমার পরিবার। বাংলার প্রত্যেক মা বোনেরা আমার পরিবার। আমার জন্য বাংলার মা বোন দুর্গার মতো।”
সন্দেশখালি প্রসঙ্গেও এদিন বাংলাতেই নরেন্দ্র মোদী নিশানা করেন তৃণমূল কংগ্রেসকে। মোদী বলেন, “মা বোনেদের সঙ্গে অত্যাচার করে তৃণমূল ঘোর পাপ করেছে।” নরেন্দ্র মোদীর মুখে বাংলায় বার্তা শুনে উচ্ছ্বসিত দলের কর্মীরা। এমনকী বিধায়ক, সাংসদ, নেতা-নেত্রী যাঁরা মোদীর মঞ্চে বসেছিলেন, সকলেই দারুণ খুশি। হাসি, হাততালিতে বারবার তা বুঝিয়ে দিচ্ছিলেন সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরী, অঞ্জনা বসু, পাপিয়া অধিকারীরা।