কলকাতা: নবম-দশম চাকরিহারাদের এবার নয়া আবেদন। বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাই বিচারপতি থাকাকালীন তাঁর নির্দেশ খারিজের আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টে চাকরিহারারা। নবম-দশম, গ্রুপ সি ও গ্রুপ ডি-র চাকরিহারাদের নয়া আবেদন হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে নয়া আবেদন মামলাকারীদের। আগামিকাল বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একাধিক নির্দেশ ঘিরে হইচই পড়ে গিয়েছিল। এর মধ্যে চাকরি বরখাস্তের নির্দেশও ছিল। মঙ্গলবার বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিতে চলেছেন বলে জানিয়েছেন। এদিকে তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরই চাকরি দুর্নীতি মামলায় তাঁর একাধিক নির্দেশ ঘিরে প্রশ্ন তুলেছে শাসকদল।
তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ওনার কথায় স্পষ্ট হয়ে গিয়েছে যে উনি যখন বিচারপতির আসনে বসে রায় দিয়েছেন, তখন বিজেপির সঙ্গে ওনার যোগাযোগ ছিল। সত্যিটা বলেছেন বলে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি।” এবার তাঁর নির্দেশ নিয়ে সংশয় প্রকাশ করলেন চাকরিহারাদের একাংশও। মামলার আবেদন হাইকোর্টে। বৃহস্পতিবার যার শুনানির সম্ভাবনা। প্রসঙ্গত, বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিতে চলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।