West Bengal Projects: বন্দে ভারত থেকে মেট্রো, শুক্রবার বাংলার মাটিতে ৭৮০০ কোটির প্রকল্পের সূচনা
West Bengal Projects: শুধুমাত্র বন্দে ভারত এক্সপ্রেস নয়, শুক্রবারই উদ্বোধন হওয়ার কথা জোকা-তারতলা মেট্রোর।
কলকাতা : মায়ের মৃত্যুর কারণে শেষ মুহূর্তে কলকাতা সফর বাতিল করতে হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। তবে তাঁর যে সব কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল,সেগুলি সময় মেনেই হবে বলে জানা গিয়েছে। বন্দে ভারত সহ মোট ৭৮০০ কোটি টাকার প্রকল্প এদিন উদ্বোধন করা হবে বলে জানা গিয়েছে। এদিন সবকটি কর্মসূচিতেই প্রধানমন্ত্রীর উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু এদিন ভোরে তাঁর মা হীরাবেন মোদীর প্রয়াণের পর বাংলা সফর বাতিল হয়েছে।
শুক্রবার ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের একটি বৈঠক রয়েছে। সেখানে চার রাজ্যের মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে খবর, সেই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে পারেন নরেন্দ্র মোদী। সেই বৈঠক থেকেই ২৫৫০ কোটি টাকার সেচ প্রকল্পের শিলান্য়াস হওয়ার কথা।
পাশাপাশি, জোকা-তারাতলা রুটের মেট্রোও চালু হওয়ার কথা। সাড়ে ৬ কিলোমিটার দীর্ঘ ওই রুটে থাকছে মোট ৬ টি স্টেশন। স্টেশনগুলি হল জোকা, ঠাকুরপুকুর, সখের বাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার ও তারাতলা। পরবর্তীতে এই রুট আরও বিস্তৃত হবে, সেই কাজ চলছে। ২৪৭৫ কোটি টাকা খরচ করে এই জোকা-তারাতলা রুট চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে।
উচ্চতর গতির বন্দে ভারত এক্সপ্রেস উদ্বোধন হবে এদিন। হাওড়া থেকে ওই ট্রেন যাবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। মাঝে মালদা টাউন ও বোলপুরে থামবে সেই ট্রেন।
পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢেলে সাজানোর যে পরিকল্পনা করেছে কেন্দ্র, তারও শিলান্যাস হওয়ার কথা শুক্রবার। সব মিলিয়ে ৭৮০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন হচ্ছে এদিন। এই সব অনুষ্ঠানে প্রধানমন্ত্রী অনুপস্থিত থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বলেই জানা যাচ্ছে। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী টুইটে উল্লেখ করেছিলেন, শুক্রবার দিনটি পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে।
পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে থাকতে পারাটা সব সময়ই একটা বিশেষ ব্যাপার। আগামীকাল ৩০ ডিসেম্বর তারিখটি রাজ্যের উন্নয়নের গতিপথে বিশেষ জরুরি দিন। ৭৮০০ কোটি টাকার বেশি অর্থমূল্যের উন্নয়নমূলক কাজের হয় উদ্বোধন বা শিলান্যাস হবে। https://t.co/pKISRE5K4E
— Narendra Modi (@narendramodi) December 29, 2022