মুর্শিদাবাদ: বাংলায় দুর্গাপুজোতেও এবার থিম হতে দেখা গিয়েছে রামমন্দির। ছাব্বিশের নির্বাচনের ঠিক এক বছর আগে বহু গুণে বেড়ে গেল রামমন্দির চর্চা। সৌজন্যে মুর্শিদাবাদের রামমন্দির।
ডিসেম্বর ২০২৪ মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। এরপরই মুর্শিদাবাদ জেলায় রামমন্দির তৈরির পাল্টা ডাক দেয় অম্বিকানন্দ মহারাজ। প্রতিটা ব্লকে একটা করে রামমন্দির তৈরির ঘোষণা করেন। তৈরি করবে বঙ্গীয় রাম সেবা সমিতি ট্রাস্ট। সেই মোতাবেক মুর্শিদাবাদের প্রত্যন্ত গ্রাম অলঙ্কারে হয়ে গেল রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন।
দক্ষিণ ভারত থেকে নিয়ে আসা হয়েছে রামলালার অষ্টধাতুর মূর্তি।
প্রথমে কলকাতায় নিয়ে আসার পর অভিষেক করানো হয়। বুধবার সেই রামলার মূর্তি শিলান্যাসের সময় অভিষেক হয় এই মন্দিরে। আপাতত সেই মূর্তি গ্রামেই অন্য কোথাো রাখা হচ্ছে বলে জানা গিয়েছে।
এদিন রামলালার মূর্তি হাতে রাজ্য জুড়ে পথে নামারও ডাক দিয়েছেন অম্বিকানন্দ মহারাজ। তবে তিনি এও স্পষ্ট করে দেন, “রাম রাজত্ব আমরা চাই। এর মধ্যে কোনও রাজনীতি নেই, ভোটের অঙ্কও নেই।”
বুধবার রামমন্দির নিয়ে প্রচারের যাবতীয় আলো ছিল মুর্শিদাবাদে। রামমন্দির নিয়ে বিজেপির সর্ব ভারতীয় সভাপতিও বললেন, “রামমন্দির এখানে তৈরি হবে না তো, মক্কা মদিনায় তৈরি হবে নাকি? ভারতের যে কোনও জায়গায় তৈরি হতে পারে। আমি তো চাইব হুমায়ুন কবীরও একটা রামমন্দির প্রতিষ্ঠা করুন।”
কিন্তু এই বাবরি মসজিদ বনাম রামমন্দিরের এই ইস্যুতে সাম্প্রদায়িক রাজনীতিরই গন্ধ পাচ্ছে কংগ্রেস। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, “মুর্শিদাবাদে যেটা চলছে, প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা। পশ্চিমবঙ্গ এখন সাম্প্রদায়িক রাজনীতিক একটা উর্বর জমিতে রূপান্তরিত হয়েছে।”