কলকাতা: একবার নয়। একাধিকবার নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া শঙ্কর আঢ্য। যখনই সাংবাদিকরা তাঁকে প্রশ্ন করেছেন, বলেছেন তিনি নির্দোষ। এমনকী জ্যোতিপ্রিয় মল্লিককের সঙ্গে যোগাযোগ নেই সেই বিষয়ও জানিয়েছেন। শনিবারও একই বুলি আওড়ালেন শঙ্কর। এই চক্রান্তের বিচার ভগবান করবে বলেও জানান তিনি।
আজ শুনানির পর বিচারক জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন শঙ্কর আঢ্যকে। ৩ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁকে থাকতে হবে কারাগারেই। এ দিন প্রিজন ভ্যানে ওঠার সময় সাংবাদিকদের শঙ্কর বললেন, “যে বা যাঁরা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছেন তাঁর বিচার করবে ঈশ্বর।” শুধু তাই নয়, সাংবাদিকরা তাঁকে বিদেশি মুদ্রার বদল নিয়ে প্রশ্ন করলে ঈশ্বরের কথাই উল্লেখ করেন তিনি। বারেবারে বলতে থাকেন, “ভগবান বিচার করবে” কিন্তু কে বা কারা তাঁর বিরুদ্ধে চক্রান্ত করছে সেই তত্ত্ব জিইয়ে রাখলেন তিনি।
এ দিন, আদালতে শঙ্করের আইনজীবী আজ যদিও তাঁর জামিনের আবেদন করেননি। তবে তাঁর মক্কেলের একটি কিডনি নেই। তাই চিকিৎসার জন্য হাসপাতালে যাতে ভর্তি করানো হয় সেই আর্জি রাখেন। কিন্তু ইডি-র আইনজীবীদের দাবি, এখন সুস্থই আছেন শঙ্কর। তাই হাসপাতালে ভর্তির কোনও প্রয়োজনই নেই তাঁর।
উল্লেখ্য, নিয়োগ-পুরনিয়োগ বা রেশন! দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর তাবড় তাবড় নেতা মন্ত্রীদের এসএসকেএম-এ ভর্তির থাকার ঘটনা এ রাজ্যে নতুন নয়। পার্থ-সুজয়কৃষ্ণ-জ্যোতিপ্রিয় সহ অনেকেই নিজেদের শারীরিক অসুস্থতার কারণ দর্শিয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। জ্যোতিপ্রিয় তো এখন রয়েছেন সেখানে। এমনকী, গরুপাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলও ভর্তি হতে চেয়েছিলেন এসএসকেএম-এ। অভিযোগ, উঠেছে বেড আটকে রাখার। এবার ঠিক সেই পথেই হাঁটলেন শঙ্করও।