AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: দিঘার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ায় নয়, ঢুকবে সাঁতরাগাছিতে… জেনে নিন দিনক্ষণ

Digha Train: সম্প্রতি কলকাতা স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন দিচ্ছে রেল। তবে তা খুব বেশি দিনের জন্য নয়। যাত্রীদের দীর্ঘদিনের দাবি, অন্তত সকালের দিকে আরও একটি ট্রেন চলুক দিঘার পথে। যাত্রীদের ক্ষোভ, সেসব তো নেই-ই উল্টে আবার কখনও ট্রেন বাতিল, কখনও বদলে যাচ্ছে ট্রেন ছাড়ার স্টেশন।

Digha: দিঘার ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস হাওড়ায় নয়, ঢুকবে সাঁতরাগাছিতে... জেনে নিন দিনক্ষণ
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Jul 09, 2024 | 8:06 AM
Share

কলকাতা: প্রায় নিত্যদিনই রেলের কাজ লেগে রয়েছে। কখনও হাওড়া শাখায়, কখনও শিয়ালদহ শাখায়। আর তার জেরে পরিষেবায় ঘটছে ব্যাঘাত। এক্সপ্রেস ট্রেন হোক বা লোকাল, ভোগান্তির শেষ নেই যাত্রীদের। আবারও হাওড়া ইয়ার্ডে রেলের কাজ হবে। আর তার জন্য হাওড়ার বদলে সাঁতরাগাছিতে ঢুকবে তাম্রলিপ্ত এক্সপ্রেস। শুধু তাম্রলিপ্ত এক্সপ্রেসই নয়, আরও একাধিক ট্রেনের ক্ষেত্রে এমন বদল হয়েছে। দক্ষিণ পূর্ব রেলের তরফে এ বিষয়ে জানানো হয়েছে।

বাঙালির ভ্রমণ মানেই ‘দিপুদা’। অর্থাৎ দিঘা-পুরী-দার্জিলিং। পুরী বাদ দিলে বাকি দুই জায়গা এ রাজ্যেই। দিঘায় প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় হয়। অথচ সেই দিঘায় যাওয়ার জন্য সে অর্থে ট্রেন হাতে গোনা। তাম্রলিপ্ত এক্সপ্রেস, যা সকাল ৬টা ৪৫-এ হাওড়া থেকে ছাড়ে। আর কাণ্ডারী এক্সপ্রেস, যা দুপুর ২টো ২৫ নাগাদ হাওড়া থেকে ছাড়ে। তাও সময়ে ছাড়া কিংবা সময়ে দিঘায় পৌঁছনো নিয়ে রোজই প্রশ্ন ওঠে।

সম্প্রতি কলকাতা স্টেশন থেকে একটি স্পেশাল ট্রেন দিচ্ছে রেল। তবে তা খুব বেশি দিনের জন্য নয়। যাত্রীদের দীর্ঘদিনের দাবি, অন্তত সকালের দিকে আরও একটি ট্রেন চলুক দিঘার পথে। যাত্রীদের ক্ষোভ, সেসব তো নেই-ই উল্টে আবার কখনও ট্রেন বাতিল, কখনও বদলে যাচ্ছে ট্রেন ছাড়া বা গন্তব্য স্টেশন। আরেকটি ট্রেন আছে বটে, পাহাড়িয়া এক্সপ্রেস। তবে সপ্তাহে একদিন চলে সেটি।

কোন কোন ট্রেনে বদল

  • ১২৮৫৮ দিঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস আগামী ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত হাওড়ার বদলে সাঁতরাগাছিতে ঢুকবে।
  • ১২০২২ বারবিল-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ৮ জুলাই থেক ১১ জুলাই পর্যন্ত সাঁতরাগাছিতে ঢুকবে।
  • ২২৮৯৮ দিঘা-হাওড়া কাণ্ডারী এক্সপ্রেস ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত হাওড়ার বদলে সাঁতরাগাছিতে ঢুকবে। অন্যদিকে ২২৮৯৭ হাওড়া-দিঘা কাণ্ডারী এক্সপ্রেস ৯ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত হাওড়ার বদলে সাঁতরাগাছি থেকে ছাড়বে।

এছাড়াও ১২৮৪০ এমজিআর চেন্নাই সেন্ট্রাল-হাওড়া মেল শালিমার স্টেশন থেকে ছাড়বে ৮.৭.২০২৪ থেকে ১১.৭.২০২৪ পর্যন্ত।

১২৬৬৪ তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়বে ৯.৭.২০২৪ তারিখে।

১২৮৬৮ পুদুচেরি-হাওড়া এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে ছাড়বে ১০.৭.২০২৪ তারিখে।