RG Kar Case: আরজি কর মামলায় এবার নতুন আবেদন, জরুরি ভিত্তিতে শুনানি চায় পরিবার
RG Kar Case: গত বছর অগস্ট মাসে আরজি কর হাসপাতালের ভিতরেই কর্তব্য়রত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তের সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত।

কলকাতা: আরজি কর মামলায় নতুন মোড়। উঠছে নতুন প্রশ্ন। আরজি কর খুন ও ধর্ষণ-কাণ্ডে এবার আদালতের দৃষ্টি আকর্ষণ করলেন মৃত চিকিৎসকের পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী।
গত বছর অগস্ট মাসে আরজি কর হাসপাতালের ভিতরেই কর্তব্য়রত তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে। সেই ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তের সাজা ঘোষণা করেছে নিম্ন আদালত। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। তারপরও একাধিক প্রশ্ন রয়ে গিয়েছে।
এবার মৃতার পরিবারের আইনজীবীর আবেদন, ‘প্লেস অব অকারেন্স’ পরিদর্শন করতে দিতে হবে। জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানানো হয়েছে। আগামিকাল, মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে।
আরজি কর-কাণ্ডে একজনই জড়িত? না কি আরও কেউ জড়িত? আবেদনের শুনানিতে সেই প্রশ্নই উঠে আসে কিছুদিন আগে। বিচারপতি ঘোষও সেই প্রশ্ন তুলেছিলেন। তিনি বলেছিলেন, এটি গণধর্ষণ, না কি নয়, তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই। আরজি কর মামলায় সিবিআইকে কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশও দেন বিচারপতি।
