Road Repair: কী ছিল আর কী হল! মুখ্যমন্ত্রী আসবেন শুনে হঠাৎ তোড়জোড়, ভোল একেবারে পাল্টে গেল কেষ্টপুরের রাস্তার

Ranjit Dhar | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

May 24, 2024 | 6:40 PM

Road Repair: রাজারহাট-গোপালপুরের মণ্ডল সভাপতি স্বপন শিকদারের অভিযোগ, মুখ্যমন্ত্রী আসবে বলে যেভাবে দ্রুততার সঙ্গে মেরামত করা হয়েছে, সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়েছে। নাজেহাল অবস্থা।

Road Repair: কী ছিল আর কী হল! মুখ্যমন্ত্রী আসবেন শুনে হঠাৎ তোড়জোড়, ভোল একেবারে পাল্টে গেল কেষ্টপুরের রাস্তার
রাতারাতি বদলে গেল রাস্তা
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: খানাখন্দে ভরা রাস্তা দিয়েই নিত্য যাতায়াত এলাকাবাসীর। কিন্তু রাতারাতি যেভাবে কাজ শুরু হল, তা দেখে তাজ্জব বাসিন্দারা। এত দ্রুত পিচ ঢেলে রাস্তা মেরামত করা হচ্ছে দেখে, কার্যত চমকে গিয়েছেন তাঁরা। ২-১ দিনের মধ্য়েই বুজে গেল খানা-খন্দ, একেবারে ঝকঝকে রাস্তা। এই দৃশ্য দেখা গেল কলকাতার কেষ্টপুরে। শনিবারই ওই এলাকায় রোড শো করার কথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রশ্ন উঠেছে, সেই কারণেই কি এত তোড়জোড়? বিজেপি বলছে, মুখ্যমন্ত্রী আসবেন বলে সাধারণ মানুষের সমস্যা ঘটিয়েই এইভাবে দ্রুত রাস্তা বানানো হচ্ছে। কিন্তু পুরসভার দাবি, রাস্তার কাজ আগে থেকেই চলছিল।

দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের সমর্থনে রোড শো করবেন মমতা। প্রথমে ঠিক ছিল সল্টলেক এবং কেষ্টপুরের সংযোগস্থলে ২০৬ ব্রিজের কাছ থেকে শুরু হবে পদযাত্রা। ঘোষপাড়া, মাঝেরপাড়া হয়ে জোড়া থানায় শেষ হওয়ার কথা ছিল। পরে সেই রুট বদল হয়েছে। বৈশাখী থেকে বিকাশ ভবন পর্যন্ত রোড শো হওয়ার কথা। তার আগেই রাস্তা ঠিক করে দেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর।

রাজারহাট-গোপালপুরের মণ্ডল সভাপতি স্বপন শিকদারের অভিযোগ, মুখ্যমন্ত্রী আসবে বলে যেভাবে দ্রুততার সঙ্গে মেরামত করা হয়েছে, সাধারণ মানুষ দুর্ভোগের মুখে পড়েছে। নাজেহাল অবস্থা। তিনি বলেন, ‘মমতা এরকম যেন প্রত্যেক পাড়ায় পাড়ায় যান। তাহলে মানুষ দুর্ভোগ থেকে মুক্তি পাবে।’ একই সঙ্গে তাঁর অভিযোগ দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তের পোস্টার পুড়িয়ে ফেলা হয়েছে।

এই প্রসঙ্গে কাউন্সিলর ঝিঙ্কু মণ্ডল বলেন, “রাস্তার কাজ আগে থেকেই চলছিল। জলের কাজের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল। তার জন্য কিছু খানা-খন্দ ছিল। রোড শো-তে বিপুল ভিড় হবে আশা করেই এই রাস্তা মেরামত করা হচ্ছে।”

Next Article