Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohan Bhagwat: ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মোহন ভাগবত, সৌজন্য সাক্ষাৎই?

RSS: লোকসভা ভোটের আবহে সরসঙ্ঘ চালক মোহন ভাগবতের এই সফর ঘিরে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। কলকাতায় একটি বৈঠকে যোগ দিতে আসেন ভাগবত। একইসঙ্গে এমন ব্যক্তিত্বের বাড়িতে তিনি যাচ্ছেন, যাঁরা সকলেই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, যশস্বী। বিভিন্ন জগতের উজ্জ্বল নক্ষত্রের সঙ্গে দেখা করাকে মোহন ভাগবত সৌজন্য বললেও, রাজনীতির কারবারিরা এত সহজ হিসাব মেলাতে নারাজ।

Follow Us:
| Edited By: | Updated on: Dec 31, 2023 | 1:41 PM

কলকাতা: লোকসভা ভোটের আগে দু’দিনের সফরে কলকাতায় সঙ্ঘপ্রধান মোহন ভাগবত। শনিবার এআইএফএফ সভাপতি তথা বিজেপি নেতা কল্যাণ চৌবের বাড়িতে যান আরএসএস প্রধান। এরপর প্রাক্তন সিবিআই কর্তা তথা প্রাক্তন মন্ত্রী উপেন বিশ্বাসের বাড়িতেও যান ভাগবত। আর আজ রবিবার অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যান তিনি। সেখান থেকে যান তবলাবাদক বিক্রম ঘোষের বাড়িতে।

লোকসভা ভোটের আবহে সরসঙ্ঘ চালক মোহন ভাগবতের এই সফর ঘিরে বিভিন্ন মহলে চর্চা শুরু হয়েছে। কলকাতায় একটি বৈঠকে যোগ দিতে আসেন ভাগবত। একইসঙ্গে এমন ব্যক্তিত্বের বাড়িতে তিনি যাচ্ছেন, যাঁরা সকলেই বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত, যশস্বী। বিভিন্ন জগতের উজ্জ্বল নক্ষত্রের সঙ্গে দেখা করাকে মোহন ভাগবত সৌজন্য বললেও, রাজনীতির কারবারিরা এত সহজ হিসাব মেলাতে নারাজ।

যদিও বিজেপি সাংসদ দিলীপ ঘোষের কথায়, “মোহন ভাগবত বছরে কয়েকবার এখানে আসেন। কোনও বিশিষ্ট ব্যক্তির সঙ্গে দেখা করেন বা কারও বাড়িতে যান। এটা আরএসএস-এর কাজের শৈলি। কখনও কখনও খবর হয়, তাই আপনারা জানতে পারেন।”