Sandeshkhali: ‘সন্দেশখালির মহিলাদের শুভ হোক’, বলেই NCW চেয়ারপার্সনের বিরুদ্ধে বোমা ফাটালেন শশী

Sandeshkhali: সন্দেশখালির আন্দোলনের সময় দিল্লি থেকে একাধিক কমিশন বাংলায় এসেছিল। সন্দেশখালিতে গিয়েছিল। সেই নিয়েও আপত্তি শশী পাঁজার। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কথায়, 'রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলিকে দেখলাম আসতে।'

Follow Us:
| Edited By: | Updated on: May 10, 2024 | 5:20 PM

কলকাতা: সন্দেশখালি ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সৌজন্যে একের পর এক ভাইরাল ভিডিয়ো। এক নম্বর ভিডিয়ো, দুই নম্বর ভিডিয়োর পর এবার ভাইরাল হয়েছে তিন নম্বর ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। এসবের মধ্যেই এবার সাত সকালে সাংবাদিক বৈঠকে বসলেন তৃণমূল মহিলা কংগ্রেসের অন্যতম প্রধান মুখ শশী পাঁজা। ঘোষণা করলেন, এবার সরাসরি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে তৃণমূল। ঘাসফুল শিবিরের মহিলা ব্রিগেডের নেত্রী শশী পাঁজা বললেন, ‘বাংলার শুভ হোক। সন্দেশখালির শুভ হোক। সন্দেশখালির মহিলাদেরও শুভ হোক।’

লোকসভা ভোটের মুখে সন্দেশখালির একের পর এক ভিডিয়ো ভাইরাল হতেই আসরে নেমে পড়েছে তৃণমূল শিবির। যে সন্দেশখালির আন্দোলন বেশ কিছুটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল তৃণমূলকে, সেই সন্দেশখালির ভাইরাল ভিডিয়োকে কেন্দ্র করে ভোট-বঙ্গে রাজনৈতিক ফায়দা তোলার পুরোদমে চেষ্টা চালাচ্ছে শাসক শিবির। শশী পাঁজা এদিন সাংবাদিক বৈঠক ডেকে বলেন, ‘প্রথমে যে স্টিং অপারেশন হয়েছে, তাতে প্রকাশ্যে এল বিজেপির অসত্য চিত্রনাট্য। নারী নির্যাতন হয়নি। তারপর মহিলারা এগিয়ে এসে বলছেন, তাঁরা বলছেন বুঝতে পারেননি কোন কাগজে সই করেছেন। মহিলারা এগিয়ে এসে এই অসত্যের বিরুদ্ধে লড়ছেন।’

উল্লেখ্য, সন্দেশখালির আন্দোলনের সময় দিল্লি থেকে একাধিক কমিশন বাংলায় এসেছিল। সন্দেশখালিতে গিয়েছিল। সেই নিয়েও আপত্তি শশী পাঁজার। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রীর কথায়, ‘রাজনৈতিক পক্ষপাতিত্ব নিয়ে বিভিন্ন কমিশনগুলিকে দেখলাম আসতে। চারদিকে একটা ইকোসিস্টেম তৈরি করেছিল বিজেপি। তাদের বিভিন্ন টিমগুলিকে নামিয়ে, সন্দেশখালির ঘটনাকে দেখানোর জন্য। এই নক্ক্যারজনক অপচেষ্টা। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার বিরুদ্ধেও নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেস।’ শশী পাঁজার দাবি, রেখা শর্মার টিম এখানে আসায় বিষয়টিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতবাবে আরও উৎসাহিত করা হয়েছে। তিনি বলেন, ‘কমিশনের এই পক্ষপাতিত্ব খুবই দুর্ভাগ্যজনক।’